Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Viral Video

পঞ্জাবি খানার ‘স্বপ্নাদেশ’ পেয়ে সটান পঞ্জাবে পৌঁছলেন জাপানি তরুণী! খেলেনও উজিয়ে, প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্জাবি খাবার নিয়ে ‘স্বপ্নাদেশ’ পেয়ে সটান অমৃতসরে হাজির হন মায়ো। যদিও এই স্বপ্নের বিষয়টি যে নিছকই মজা তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। অমৃতসর পৌঁছে আলুর পরোটা, বাটার কুলচা থেকে শুরু করে আলু টিক্কি, ভেলপুরি— রকমারি চাটের রসাস্বাদন করতে দেখা যায় তাঁকে।

Video of Japanese girl reaches Punjab to have Punjabi food

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:৪২
Share: Save:

স্বপ্ন দেখেছিলেন পঞ্জাবি মুখরোচক খাবারদাবারের। লোভ সামলাতে না পেরে সটান পঞ্জাবেই চলে গেলেন তরুণী! জাপানি ওই তরুণীর নাম মায়ো। বর্তমানে ভারতেই থাকেন তিনি। জাপানি হয়েও গড়গড় করে হিন্দি বলার জন্যও তিনি জনপ্রিয়। সেই মায়ো এ বার চেখে এলেন পঞ্জাবি খানার স্বাদ। পঞ্জাবের বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন মায়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্জাবি খাবার নিয়ে ‘স্বপ্নাদেশ’ পেয়ে সটান অমৃতসরে হাজির হন মায়ো। যদিও এই স্বপ্নের বিষয়টি যে নিছকই মজা তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। অমৃতসর পৌঁছে আলুর পরোটা, বাটার কুলচা থেকে শুরু করে আলু টিক্কি, ভেলপুরি— রকমারি চাটের রসাস্বাদন করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় মায়ো জানিয়েছেন, বছরখানেক আগে তিনি এক বার পঞ্জাব এসেছিলেন। তখন তিনি সেখানে যে খাবার খেয়েছিলেন, সেই খাবারের স্বাদ ভুলতে পারেননি। আর সেই কারণেই আবার পঞ্জাবে ফিরতে হয়েছে তাঁকে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। লাইকও করেছেন হাজার হাজার মানুষ। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।

অন্য বিষয়গুলি:

Viral Video japanese woman Indian Food Punjab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE