স্বচ্ছ কাচ দিয়ে ঘেরা বাক্সে রাখা ফুচকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট আরশোলা। সেই ফুচকাই দেওয়া হচ্ছে ক্রেতাদের! উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি নামী রেস্তরাঁয় ফুচকা খেতে গিয়ে তেমনই অভিজ্ঞতা হল এক ক্রেতার। পুরো বিষয়টি ক্যামেরাবন্দিও করেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি বিখ্যাত রেস্তরাঁয় ফুচকা খেতে গিয়ে এক ব্যক্তি দেখেন ফুচকার পাত্রে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। অবাক হয়ে যান তিনি। রেস্তরাঁর এক কর্মীকে জানিয়ে পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখেন। পরে ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
শনিবার পোস্ট করা ভিডিয়োটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। অনেকেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে। ভিডিয়ো দেখার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘জঘন্য। এই সব রেস্তরাঁগুলিতে খাবারের দাম প্রচুর, কিন্তু পরিষেবা জঘন্য।’’