Advertisement
১২ ডিসেম্বর ২০২৪
Viral Video

রিল বানাতে ব্যস্ত মা! একা রাস্তায় চলে গেল শিশু, বিপদ থেকে রক্ষা খুদে দাদার, ভাইরাল ভিডিয়ো

রাস্তার ধারে দাঁড়িয়ে রিল বানাতে ব্যস্ত দুই সন্তানের মা। সন্তানেরা কী করছেন দেখার সময় নেই তাঁর। আর তখনই একা একা হেঁটে ব্যস্ত রাস্তার দিকে চলে যায় মহিলার একরত্তি মেয়ে। কী হল তার পর?

Video of children moves toward busy road while her mother making reel

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৯
Share: Save:

ব্যস্ত রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাচ্ছে একের পর এক গাড়ি। আর সেই রাস্তার ধারে দাঁড়িয়েই রিল বানাতে ব্যস্ত দুই সন্তানের মা। সন্তানেরা কী করছেন দেখার সময় নেই তাঁর। সেই সময়েই একা একা হেঁটে ব্যস্ত রাস্তার দিকে চলে যায় মহিলার একরত্তি মেয়ে। কী হল তার পর? উদ্বেগ ধরানো এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোয়েটার-টুপি পরে রাস্তার ধারে একটি ইংরেজি গানে নাচছেন এক মহিলা। তাঁর পিছনে রাস্তা দিয়ে হু হু করে পেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। এমন সময় মহিলার শিশুকন্যা একা একা ব্যস্ত রাস্তার দিকে হেঁটে যায়। তবে সে দিকে ভ্রুক্ষেপ নেই ওই মহিলার। তিনি রিল বানাতে ব্যস্ত। মা রিল বানাতে মত্ত থাকলেও সজাগ ছিল তাঁর দ্বিতীয় সন্তান। বোনকে রাস্তার দিকে যেতে দেখে ছুটে এসে মাকে ডাকে সে। হুঁশ ফেরে মহিলার। দৌড়ে গিয়ে মেয়েকে রাস্তা থেকে নিয়ে আসেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘জিতু রাজোরিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ওই মহিলার আচরণের নিন্দা করে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন মা এতটা দায়িত্বজ্ঞানহীন কী ভাবে হতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা যদি আমেরিকা হত তা হলে ওই মহিলাকে সন্তানদের থেকে আলাদা করে দেওয়া হত। মহিলার জেলও হয়ে যেতে পারত।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এরা ভাগ্যবান। বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।’’

অন্য বিষয়গুলি:

Viral Video Mother Children reel video Instagram Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy