গরমে যখন বেঙ্গালুরুবাসী নাজেহাল হয়ে পড়েছিলেন, তখন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি রেহাই দিল তাঁদের। শনিবার প্রবল বৃষ্টিপাতে ভিজল বেঙ্গালুরু। কিন্তু ভারী বৃষ্টির পর সেখানকার রাস্তাঘাট ঢেকে গেল সাদা ফেনায়। এক নজরে দেখে মনে হচ্ছিল যে, তুষারপাতের ফলে সারা রাস্তা বরফের চাদরে ঢেকে গিয়েছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মিলনফিয়েড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সারা রাস্তা সাদা ফেনায় ঢাকা। তার উপর দিয়েই ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক তরুণ। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করে জানানো হয়েছে, শনিবার প্রবল বৃষ্টি হওয়ার পর বেঙ্গালুরুর কিছু কিছু এলাকায় এমন সাদা ফেনায় ঢেকে গিয়েছে রাস্তা। এক নজরে দেখলে মনে হবে যে, রাস্তায় যেন বরফ পড়ে রয়েছে। বৃষ্টির পর হঠাৎ কেন রাস্তায় এমন দৃশ্য দেখা গেল তা নিয়ে সন্দেহ জাগে নেটাগরিকদের একাংশের মনে।
তবে বেঙ্গালুরুর বেশ কয়েক জন বাসিন্দা সেই ভিডিয়ো দেখে জানান যে, দুশ্চিন্তার কোনও কারণ নেই। এমন দৃশ্য বেঙ্গালুরুর রাস্তায় সচরাচর দেখা যায়। আসলে, বেঙ্গালুরুর যে এলাকাগুলিতে রাস্তার ধারে রিঠা গাছ লাগানো রয়েছে, সেখানেই এই ঘটনা ঘটে। তাঁদের মতে, রিঠা গাছের ফুল জলের সঙ্গে মিশে ফেনার মতো একটি তরল সৃষ্টি করে। তা বৃষ্টির জলে ধুয়ে রাস্তায় জমা হয়। তবে এই ফেনা বেশ পিচ্ছিল ধরনের। তাই সতর্কতা অবলম্বন করে সেই রাস্তা দিয়ে গাড়ি চালানো প্রয়োজন।