পরিবারের সঙ্গে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল এক হস্তীশাবক। হঠাৎ একটি কুকুরকে দেখে তার দিকে তেড়ে গেল শাবকটি। তাকে তাড়া করে ধরতে পারাই ছিল হাতিটির খেলা। কিন্তু কোনও ভাবেই আর কুকুরটির নাগাল পাচ্ছিল না হাতির ছানা। হাতির শাবকটি তার পিছনে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেল।
আরও পড়ুন:
কিন্তু কুকুরের দৌড়ের সঙ্গে সে পেরে উঠল না। তাতেই রাগ হয়ে গেল হস্তীশাবকের। শুঁড় দিয়ে মাটি থেকে ঘাস ছিঁড়ে ফেলে দিল সে। তার পর দৌড়ে মায়ের কাছে গিয়ে ‘নালিশ’ও করে বসল খুদে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লেজ নাড়িয়ে শুঁড় দোলাতে দোলাতে একটি কুকুরকে তাড়া করছে এক হস্তীশাবক। কিছু ক্ষণ দৌড়ে আবার থেমে পড়ছে কুকুরটি। হাতিটি যখন তার কাছে পৌঁছোচ্ছে, তখনই আবার ছুট দিচ্ছে কুকুরটি। বার বার কুকুরের কাছে ‘টুপি’ পরতে হচ্ছে বলে রেগে গেল হস্তীশাবকটি। রাগের মাথায় মাঠ থেকে ঘাস ছিঁড়ে ফেলল হাতির ছানা। তার পর কুকুরের পিছনে ছোটা বন্ধ করে দিয়ে মায়ের কাছে চলে গেল সে। মা হাতিটিও তার শাবককে আগলাতে কাছে টেনে নিল।