রেস্তরাঁয় খেতে গেলে দিতে হবে ‘পরীক্ষা’। সেই পরীক্ষায় পাশ করলে ক্রেতারা পেতে পারেন খাবারের বিলের উপর বিশেষ ছাড়। কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে ক্রেতার ওজনের উপর। যাঁর ওজন যত কম, তিনি তত বেশি ছাড় পাবেন এই রেস্তরাঁয় গেলে। তবে ছাড় পেতে গেলে ক্রেতাদের পোহাতে হবে ঝক্কিও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওএসকেআইডুআইবিলিভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি রেস্তরাঁয় প্রবেশ করছেন। কিন্তু সেখানকার দরজাটি পাঁচটি খোপে ভাগ করা রয়েছে। এক একটি খোপের আকার এক এক রকম। প্রতিটি খোপের মাথার উপর আবার আলাদা আলাদা সংখ্যা লেখা রয়েছে। সেগুলি আসলে খাবারের উপর ছাড়ের পরিমাণ। কোথাও ২০ শতাংশ, ১৫ শতাংশ, ১০ শতাংশ এবং ৫ শতাংশ লেখা রয়েছে। সে খোপগুলিও সরু থেকে ক্রমশ চওড়া হয়েছে। আবার পাঁচ নম্বর খোপের উপর লেখা রয়েছে, ‘‘পুরো বিল মেটাতে হবে’’। দরজার সেই খোপটি সবচেয়ে চওড়া।
অর্থাৎ, যে ক্রেতা যত সরু খোপে গলে গিয়ে দরজার ও পারে যেতে পারবেন তিনি সেই খোপের উপর লেখা ছাড় পাবেন খাবারের মোট বিলের উপর। তাইল্যান্ডের এক রেস্তরাঁর সামনে এই বিশেষ দরজা লাগানো হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি সরু খোপগুলি দিয়ে রেস্তরাঁর ভিতর প্রবেশ করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে কোনও ভাবেই হোক, বিলের উপর ছাড় চান তিনি। বহু কষ্ট করে সরু খোপের ভিতর দিয়ে শরীর গলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। এক ব্যক্তি আবার পা দিয়ে ঠেলে তাঁকে ভিতরে ঢোকানোর চেষ্টা করলেন। কিন্তু সেই চেষ্টাও বৃথা যায়। প্রথম তিন বারের চেষ্টায় সফল না হলেও চতুর্থ বার আর ব্যর্থ হননি তিনি। ৫ শতাংশ ছাড় লেখা খোপের ভিতর দিয়ে অবশেষে রেস্তরাঁর ভিতর প্রবেশ করতে পারলেন সেই তরুণ।