‘পশুরাজ’ নামেই পরিচিত। তুখোড় শিকারি। জঙ্গলের একাধিক লড়াইয়ে জিতে তবেই নিজের খোরাক জোগাড় করে সে। জঙ্গলের প্রায় সব প্রাণীই সমঝে চলে সিংহকে। বিশাল দেহ, ঘন কেশরে ঢাকা মুখমণ্ডল। বনের রাজার চেহারা দেখলে দূর থেকেই ভয় ও সম্ভ্রম জাগে, সামনে যাওয়া মানে প্রাণ হাতে করে নেওয়া। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের স্রেফ পায়ের জুতো দিয়েই শায়েস্তা করলেন এক যুবক। খালি হাতে বিশাল দু’টি সিংহের মাঝে বসে তাদের জুতোপেটা করে শাসন করতে দেখা গেল তাঁকে। সেই ঘটনারই ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুটি বিশালদর্শন সিংহের মাঝখানে বসে আছেন ওই যুবক। সিংহটি বিকট হাঁ করে গর্জন করতেই হাতে রাখা বুটজুতো দিয়ে আঘাত করেন সিংহটির মুখে। মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে চুপ করে যায় পশুরাজ। জুতো হাতে নিয়েই সিংহটিকে আঘাত করার ভান করেন তিনি। ভয়ে মাথা সরিয়ে নেয় বন্যপ্রাণীটি। এর পর মাটিতে জুতো দিয়ে আঘাত করার সময় ভয়ে পেতে দেখা যায় সিংহ দু’টিকে। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। গত বছরের অক্টোবর মাসে পোস্ট করা ভিডিয়োটি সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২৮ লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।