ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাইটোর অর্ডার করা নুডলসের পাত্রের মধ্যে চলাফেরা করে বেড়াচ্ছে একটি জীবন্ত সবুজ ব্যাঙ। ছবি: টুইটার।
জাপানের নামী রেস্তরাঁ থেকে খাবার আনিয়ে খাচ্ছিলেন যুবক। খাওয়া প্রায় শেষের মুখে, এমন সময় হঠাৎ খাবারের মধ্যে সবুজ রঙের কিছু একটা নড়াচড়া করতে দেখে সন্দেহ হয় তাঁর। ভাল করে দেখতে খাবারের মধ্যে থেকে বেরিয়ে আসে আস্ত একটি ব্যাঙ।
জাপানে এই ঘটনাটি ঘটেছে। কাইটো নামের ওই যুবক ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাইটোর অর্ডার করা নুডলসের পাত্রের মধ্যে চলাফেরা করে বেড়াচ্ছে একটি জীবন্ত সবুজ ব্যাঙ। কাইটোর দাবি, ব্যাঙটি প্রথম থেকেই তাঁর খাবারের মধ্যে ছিল। কিন্তু খাবারের তলায় চাপা পড়ে যাওয়ায় তিনি তা দেখতে পাননি।
#シェイクうどん
— 魁斗 (@kaito09061) May 22, 2023
自分が出張中に気に立っていたうどんを食べたら
何にカエル
振った後に食べて最後の方まで気づかなかった
お店は3時間の営業停止の後にその日の夜から営業再開、今もサラダや同じ商品を販売中
食べる前には気をつけて pic.twitter.com/pjbxuLy9F6
কাইটো টুইটারে খাবারের মধ্যে ব্যাঙ চলাফেরা করার ভিডিয়ো এবং ছবি শেয়ার করে রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রেস্তরাঁটি তিন ঘণ্টার জন্য বন্ধ ছিল। তিন ঘণ্টা পর আবার খাবার বিক্রি শুরু করে রেস্তরাঁটি।
পুরো ঘটনায় ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। জাপানের ওই রেস্তরাঁর নামডাক থাকায় প্রচুর বিতর্কেরও সৃষ্টি হয়েছে। প্রাথমিক ভাবে কোনও মন্তব্য না করা হলেও, পরে রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy