দলীয় প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের সুলতানপুরে এক মুচির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর কাছে জুতো মেরামত করা শিখেছিলেন। সুলতানপুর পরিদর্শন শেষে লখনউ ফিরে আসার পথে রাহুল মুচির দোকানে থামেন। মুচি ও তাঁর পরিবারের সঙ্গে আলাপচারিতা সারেন। জুতো মেরামত করার খুঁটিনাটিও জেনে নেন কংগ্রেস নেতা। নিজের হাতে একটি জুতো তৈরির চেষ্টাও করেন রাহুল। সেই ঘটনার ভিডিয়োটি কংগ্রেসের দলীয় এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, রাহুল মুচির দোকানে একটি জুতো মেরামত করার চেষ্টা করছেন। এই ঘটনার পর সেই জুতোর জন্য ১০ লক্ষ টাকা প্রস্তাব আসে মুচির কাছে। রাহুলের মেরামত করা জুতোটি কেনার জন্য বহু প্রস্তাব আসতে থাকে তাঁর কাছে।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর প্রচারের আলোয় চলে আসেন মুচি রামচেত। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি এই কাজ করছেন। রাহুল গান্ধী ব্যবসা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। রাহুলের কাছে আর্থিক সাহায্যও চান রামচেত। রাহুল তাঁকে একটি জুতো সেলাই মেশিন উপহার দেন।
আরও পড়ুন:
লোকসভার বিরোধী নেতার সেলাই করা একজোড়া জুতোর জন্য অনেকেই তাঁকে ১০ লক্ষ টাকা দিতে চেয়েছেন বলে দাবি করেছেন রামচেত। সেই ঘটনার পর পরিচিতিও বাড়ছিল তাঁর। অনেকেই তাঁর সঙ্গে নিজস্বী তুলতে চান। রাস্তায় তাঁকে দেখে অনেকেই গাড়ি থামিয়ে পরিচয় করেন। তবে ১০ লক্ষ টাকার প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন রামচেত। তিনি জানান, রাহুল গান্ধীর তৈরি জুতোটি নিজের কাছেই রাখবেন। রামচেত বর্তমানে তাঁর নিজের জুতোর ব্র্যান্ড ‘রামচেত মোচি’ চালু করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।