মুম্বইয়ের কুরলা বাস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার আবহেই মুম্বইয়ের দুটি বাসের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা চমকে ওঠার মতো। দুটি বাসের একটিতে পাওয়া গিয়েছে মদের বোতল। অন্যটিতে দেখা গিয়েছে দোকান থেকে মদ কিনে বাসে উঠছেন এক চালক। দুর্ঘটনার পর বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (বেস্ট) বাসগুলিতে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে । বাস চালানোর সময় চালকেরা মত্ত থাকছেন কি না, তা দেখার জন্য নিঃশ্বাসের পরীক্ষা করা শুরু করেছেন বেস্ট কর্তৃপক্ষ। সেই পরীক্ষা চালানোর সময় হাতেনাতে ধরা পড়লেন এক চালক। তাঁর বাসের মধ্যে থেকে পাওয়া গিয়েছে মদভর্তি বোতল। দ্বিতীয় ঘটনাটি হল, এক বাসচালককে স্থানীয় একটি মদের দোকান থেকে মদের বোতল কিনে বাসে উঠতে দেখেছেন পথচলতি মানুষজন।
আরও পড়ুন:
দুটি ঘটনার মধ্যে একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘এনএনসোনুকানোজিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।(যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) যেখানে দেখা গিয়েছে বেস্ট-এর এক নিরাপত্তা অফিসার বাসচালককে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁর হাতে ধরা অর্ধেক ভর্তি একটি মদের বোতল। এই বোতল কোথা থেকে এল তা নিয়ে জবাবদিহি করতে গিয়ে বাসচালক জানান, ‘‘আমি মত্ত হতে পারি, কিন্তু এই বোতল আমার নয়।’’
প্রথম ভিডিয়োটি ঘাটকোপার এবং মুলুন্ডের মধ্যে কোনও একটি বাস ডিপোয় তল্লাশি চালানোর সময় ঘটেছে। চালকের আসন থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছিল। এই ঘটনাটি নভেম্বরের ঘটনা বলে দাবি জানিয়েছে বেস্ট। বেস্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দ্বিতীয় ভিডিয়োটিতে যা দেখা গিয়েছে তা সম্ভবত বান্দ্রা পূর্বের একটি বাস ডিপোয় ঘটেছে। দু’টি ভিডিয়োই যাচাই করার জন্য তদন্ত শুরু করা হয়েছে এবং চালকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেস্ট। বেস্টের এক কর্মকর্তা জানিয়েছেন, শীঘ্রই চালকদের নিঃশ্বাসের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।