জঙ্গলের ভিতর থেকে শোনা যাচ্ছে তুমুল গর্জন। হুঙ্কারে কেঁপে উঠছে চারদিক। দুই বাঘের ধুন্ধুমার লড়াই লেগেছে বনের মধ্যে। একে অপরের উপর থাবা বসিয়ে দিচ্ছে বেলাগাম। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
‘সুপ্রিয়াসাহুজেএস’ নামের অ্যাকাউন্ট থেকে আইএএস আধিকারিক সুপ্রিয়া এই ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন। তামিলনাড়ুর জলবায়ু পরিবর্তন এবং অরণ্য সংক্রান্ত বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব তিনি। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই বাঘ জঙ্গলের ভিতর তুমুল লড়াই করছে। একটি বাঘ অন্য বাঘকে মাটিতে ফেলে তার উপর থাবা বসিয়ে দিচ্ছে। হাল ছাড়ছে না অন্য বাঘটিও।
ধুলো উড়িয়ে সে-ও আক্রমণ করছে। সঙ্গে শোনা যাচ্ছে দুই বাঘের ভয়ানক গর্জন। ঘটনাটি মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র প্রকল্পে ঘটেছে। লড়াই করতে করতে দু’টি বাঘই লাফিয়ে শূন্যে উঠে যায়। যুদ্ধ-গর্জন থামিয়ে দুই ‘পালোয়ান’ই শান্ত হয়ে যায়। তার পর গুটি গুটি পায়ে পাশাপাশি হেঁটে জঙ্গলের ভিতর চলে যায় তারা। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঘের গর্জন শুনে তো পিলে চমকে গিয়েছিল আমার।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘বাঘ দু’টি মনে হয় খেলার ছলেই মারপিট করছিল। তাই পরে শান্ত হয়ে যায়।’’