কম সময়ে গন্তব্যে পৌঁছোনোর জন্য মেট্রোয় উঠে পড়েছেন তরুণী। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপ্স খাচ্ছিলেন তিনি। তা নজরে পড়ে অন্য এক মহিলা যাত্রীর। সেখান থেকেই শুরু হয় তুমুল অশান্তি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ধরা দিয়েছে দিল্লি মেট্রোর এক কামরার দৃশ্য। কয়েক জন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেই কামরায়। কামরায় আসনে বসেছিলেন কয়েক জন মহিলা যাত্রীও। দাঁড়িয়ে থাকা এক মহিলার উদ্দেশে অন্য এক মহিলা যাত্রী তাঁর চেহারা নিয়ে, বয়স নিয়ে মন্তব্য করতে শুরু করেন।
৪২ বছর বয়স হলেও সেই মহিলা যে কত সুস্থ-সবল, তা-ই বার বার প্রমাণ করার চেষ্টা করছিলেন। অন্য মহিলার বয়স তাঁর চেয়ে অনেক কম, কিন্তু তাঁর ওজন যে বেশি তা নিয়েও খোঁচা মেরে মন্তব্য করছিলেন তিনি। এমন চেহারা নিয়ে যে চিপ্স খাওয়া উচিত নয় তা-ও জানান মহিলা। সেখান থেকেই মেট্রোয় অশান্তি শুরু হয়। স্বাস্থ্য নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন বলে দাবি করেন অন্য মহিলা। ঘটনাটি কবে ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঝড় বয়ে যায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কিছু মানুষ মনে হয় এখন বোধবুদ্ধি হারিয়ে ফেলেছেন। কী ভাবে কথা বলা প্রয়োজন, সেই ধারণাও নেই। এমন মন্তব্য করা একদম উচিত হয়নি।’’