ছবি: সংগৃহীত।
দেড় বছর একসঙ্গে ছিল দু’টি বাঘ। ছোট থেকে নাওয়াখাওয়া সব কিছুই একসঙ্গে সেরেছে তারা। ১৮ মাস পার হতে না হতেই দুই বাঘকে দুই প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সঙ্গিনীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সে। তাই সময়ের অপেক্ষা না করে নিজেই মাইলের পর মাইল পেরিয়ে সঙ্গিনীর কাছে পৌঁছে যায় বাঘটি। ছ’মাস আগে দুই শাবকের জন্মও দিয়েছে তার সঙ্গিনী। সমাজমাধ্যমে দু’টি বাঘের ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘সুপ্রিয়া সাহু আইএএস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দু’টি সাইবেরীয় প্রজাতির বাঘকে বরফাবৃত জঙ্গলে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। রাশিয়ার শিখোতে-আলিন পর্বত থেকে বোরিস এবং শ্বেতালয় নামে দু’টি বাঘকে উদ্ধার করা হয়েছিল। বোরিস পুরুষ এবং শ্বেতালয় স্ত্রী। ১৮ মাস একসঙ্গে কাটিয়েছিল দু’টি বাঘ। কিন্তু দেড় বছর পর শ্বেতালয় এবং বোরিসকে ১৬০ কিলোমিটার দূরে ছেড়ে দেওয়া হয়েছিল।
If Humans Can Go Miles for Love, So Can Tigers
— Supriya Sahu IAS (@supriyasahuias) December 15, 2024
In Russia’s Sikhote-Alin mountains, two orphaned unrelated Amur tiger cubs, Boris and Svetlaya, were rescued as fragile infants. Raised together in a semi-wild environment, scientists prepared them for life in the wilderness,… pic.twitter.com/RHlSiL6nLe
দূরত্ব বাড়লেও শ্বেতালয়কে ভুলতে পারছিল না বোরিস। পুরনো সঙ্গিনীকে এক বার দেখবে বলে যেন ‘সাত সমুদ্র তেরো নদী পার’ করল বোরিস। তিন বছর ধরে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে শ্বেতালয়ের দেখা পেল বোরিস। দীর্ঘ দিন পর দেখা হওয়ার পর শ্বেতালয়কে আদরে ভরিয়েও দেয় সে। ছ’মাস আগে দুই শাবকের জন্ম দিয়েছে শ্বেতালয়। বর্তমানে রাশিয়ায় দুই ‘সন্তান’কে নিয়ে শান্তিতে বাস করছে শ্বেতালয় এবং বোরিস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy