দু’দিন থেকে রাস্তাকে ঘিরে রেখেছে জঙ্গল। বৃষ্টিতে রাস্তার পাশে জল জমেছিল। সেই জলই যে কারও তৃষ্ণা মেটাতে পারে, সে আর কে জানত! যা গরম পড়েছে, তাতে গলা তো শুকোবেই। এমনটাই বোধহয় হয়েছিল বাঘটির। তাই তো জঙ্গল ছেড়ে বেরিয়ে এল সে।
রাস্তার দু’দিকে আচমকাই থমকে গেল একের পর এক গাড়ি। কারণ, তখন রাস্তা দখল করে রেখেছে বাঘটি। রাস্তার পাশে যে জল জমেছিল, সেই জলই পান করছে সে। রাস্তার মধ্যে বাঘকে জল খেতে দেখা মাত্রই দূরে দাঁড়িয়ে পড়ল একের পর এক গাড়ি। চারদিকে শুনশান। খুব জল তেষ্টা পেয়েছিল বোধহয় বাঘের, তাই কোনও দিকে তাকিয়ে একমনে জল খেল।
আরও পড়ুন:
জঙ্গল সাফারিতে সেই সময় বেরিয়েছিলেন অনেক পর্যটক। গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যিখানে রাস্তায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যাকে দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পর্যটকেরা, সে-ই যে নিজে থেকে এ ভাবে দেখা দেবে, তা বোধহয় ভাবেননি পর্যটকেরা। আর সে কারণেই বাঘটিকে দেখে উচ্ছ্বসিত পর্যটকেরা।
Clicked this morning by Range Officer Katarniaghat in the buffer area of the Sanctuary.
— Akash Deep Badhawan, IFS (@aakashbadhawan) May 1, 2023
True to its name, “Katarniaghat - Where rare is common” https://t.co/mGJOgRJzdi
আরও পড়ুন:
এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি টুইট করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক আকাশদীপ বাধওয়ান। ঘটনাটি উত্তরপ্রদেশের কাটারনিয়াঘাট অভয়ারণ্যের।