সুরেন্দ্র শর্মা। ছবি: সংগৃহীত
বাসে উঠলেই কন্ডাক্টর সামনে এগিয়ে দিচ্ছেন এক ঘটি জল! এমন দৃশ্য কখনও দেখেছেন? অনেক মানুষের গল্পই নেটমাধ্যমে ভাইরাল হয়, তবে এই বাস কন্ডাক্টরের গল্প শুনলে আপনারও মন ছুঁয়ে যাবে। ভাবছেন, কী এমন করেছেন তিনি?
সম্প্রতি অনিশ শরণ নামক এক আইএএস অফিসার টুইটারে বাস কন্ডাক্টর সুরেন্দ্র শর্মার গল্প বলেছেন। সুরেন্দ্র থাকেন রোটাকে। হরিয়ানার জাতীয় সড়কে চলে তাঁর বাস। তাঁর বাসে কোনও যাত্রী উঠলেই তিনি তাঁদের জল খেতে দেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। চাকরির প্রথম দিন থেকেই এই কাজ করে আসছেন তিনি।
He is Surendra Sharma.He works as a bus conductor with Haryana Roadways and lives in Rohtak.
— Awanish Sharan (@AwanishSharan) June 5, 2022
As soon as a passenger boards the bus, the first thing he offers is a glass of water.He has been religiously following this custom ever since he joined the service 12 years ago. pic.twitter.com/hqy64WZjqC
ভারতীয় শাস্ত্রে অতিথিকে নারায়ণ রূপে সেবা করা হয়। কেউ বাড়িতে এলেই জল দেওয়ার রেওয়াজ রয়েছে সেখান থেকেই। সুরেন্দ্র তাঁর বাসের সব যাত্রীকেই এই সেবা দিয়ে থাকেন। তাঁর এই গল্প ছড়িয়ে পড়তে নেটাগরিকরা বেশ আপ্লুত। তার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছে তাঁরা।
নেটাগরিকদের এক জন সেই টুইটের নীচে লিখেছেন, ‘এরাই আমাদের দেশের প্রকৃত নায়ক!’ কেউ লিখেছেন, ‘এটি মানবজাতির জন্য প্রকৃত ধর্মীয় সেবা।’
নেটাগরিকরা সুরেন্দ্রকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। অনেকেই লিখেছেন, ‘ঈশ্বর ওর মঙ্গল করুক’।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy