পুরীর গোল্ডেন বিচ। ছবি: টুইটার।
এক ঝলক দেখলে বিদেশি সৈকত বলে ভুল হতে পারে। কিন্তু এই সৈকতের ঠিকানা ঘরের কাছে। ফি বছর সমুদ্রে বেড়াতে যাওয়া বাঙালির মনের কাছেরও— পুরী।
যদিও পুরীর এই সৈকতে ভিড় নেই। পর্যটকদের আনাগোনাও নেই। যত দূর চোখে পড়ে শুধুই সমুদ্র ছোঁয়া হলুদ বালির চর। তার উপরে ছড়ানো ছিটানো দু-এক খানা রোদ পোহানোর ডেক চেয়ার। সঙ্গে বাহারি ছাতা। বালির তটে একটা কুটোও চোখে পড়ে না কোথাও। ঝকে ঝকে পরিচ্ছন্ন সৈকত।
Golden beach at Puri is rated as one of the cleanest beach of India.
— Susanta Nanda IFS (@susantananda3) February 10, 2023
Also certified as the Blue flag beach,continuously for last three years.
Salutations to the ground staff for making this possible even under torchlights🙏🙏 pic.twitter.com/UbQ5WgvcPx
কেন্দ্রীয় সরকারের এক আমলা, আইএফএস কর্তা সুশান্ত নন্দ নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন পুরীর সৈকতের ওই ছবি। সূর্যাস্তের একটি মুহূর্ত ধরা পড়েছে সৈকতে। আকাশে শেষ বিকেলের রঙের খেলা পরিষ্কার পরিচ্ছন্ন সৈকতে তৈরি করেছে অনাবিল মুহূর্ত যাপনের সুযোগ।
ছবিটি টুইটারে দিয়ে ওই আইএফএস কর্তা লিখেছেন, "এটি পুরীর গোল্ডেন বিচ। এই সৈকতকে ভারতের অন্যতম পরিচ্ছন্ন সৈকত হিসাবে গণ্য হয়। গত তিন বছর ধরে এই সৈকত ব্লু ফ্ল্যাগ সৈকতের মর্যাদাও বজায় রেখেছে। তবে এই কৃতিত্বের পুরোটারই ভাগীদার, এই সৈকতকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। ওদের পরিশ্রমের জন্যই ছবির মতো সুন্দর এই সৈকত। ছবিটি পোস্ট হওয়ার পর থেকে বহু বার শেয়ার করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy