বাস, ট্রেন, স্টেশন কিংবা রাস্তঘাটে যত্রতত্র হামেশাই পান বা গুটখার পিক চোখে পড়ে। অনেকেই গুটখা বা পান মুখে পুরে ট্রেনে বা বাসে ওঠেন। জানলার ধারে বসে পিক ফেলতে থাকেন। তেমন সুযোগ না হলে, বাস বা ট্রেনের ভিতরেই সে কাজ নির্দ্বিধায় সেরে ফেলেন অনেকে।
কিন্তু বিমানে গুটখা বা পানের পিক ফেলতে দেখেছেন কখনও? তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ।
अपनी पहचान छोड़ दी किसी ने. pic.twitter.com/xsl68VfhH1
— Awanish Sharan (@AwanishSharan) May 25, 2022
আরও পড়ুন:
বিমানের জানলার ধারে বসা কোনও যাত্রীই এ কাজ করেছেন। ছবিতে তা স্পষ্ট। ট্রেন বা বাসের মতো জানলা খোলা না পেয়ে জানলার গায়েই সেই কাজ সেরেছেন তিনি। আইএএস অবনীশ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ধরনের কাজ করে নিজের পরিচয় দিয়েছেন ওই যাত্রী।’
ছবিটি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। নেটাগরিকরা ক্ষোভ উগরে দিচ্ছেন। যে যাত্রী ওই জানলার ধারের আসনে বসেছিলেন, তাঁকে খুঁজে বার করে যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তাঁরা। কেউ কেউ আবার বলেছেন, এই ধরনের যাত্রীদের বিমানে নিষিদ্ধ করা হোক।