ছবি : সংগৃহীত।
সোজা অঙ্ক। তবে বলে দিলে তবেই। শুধু বুদ্ধি নয়, যুক্তি দিয়ে এর সমাধান করতে হবে।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই ‘অঙ্ক’ শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে—
৯ = ৬৩
৮ = ৪৮
৭ = ৩৫
৬ = ২৪ হলে
৪ = ?
হঠাৎ দেখলে ব্যাপারটা অত্যন্ত জটিল মনে হতেই পারে। কিন্তু এর জবাব খুঁজতে হলে প্রথমে দেখতে হবে ৯ = ৬৩ এবং একই সঙ্গ ৮ = ৪৮ হচ্ছে কোন সমীকরণে?
দেখতে হবে সেই একই সমীকরণে কি ৭ = ৩৫ এবং ৬ = ২৪ হচ্ছে? এর পরেই ওই সমীকরণ প্রয়োগ করে খুঁজে বার করতে হবে ৪ এর মান।
এই ধাঁধার উত্তর হল ৮। কী ভাবে?
উত্তর বোঝার আগে প্রথমে সমীকরণটা বুঝে নেওয়া যাক।
৯ = ৬৩ (৯x৭)
৮ = ৪৮ (৮x৬)
৭ = ৩৫ (৭x৫)
৬ = ২৪ (৬x৪)
এ বার আসা যাক সমাধানে। ৯, ৮, ৭, ৬ পর পর থাকলেও তার পরে ৫ না লিখে ৪-এর মান জানতে চাওয়া হয়েছে।
ফলে বাকি সমীকরণটা হবে—
৫ = ২৪ (৫x৩)
৪ = ৮ (৪x২)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy