ছবি : টুইটার থেকে।
মারাত্মক বৃষ্টি বোঝাতে ইংরেজিতে একটি শব্দবন্ধ ব্যবহার হয়— ‘ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস’। কথাটি প্রতীকী। সত্যি সত্যিই বৃষ্টির সঙ্গে কুকুর-বেড়ালের মতো পশু ঝরে পড়ে না মাটিতে। কিন্তু তেলঙ্গানায় শনিবার বৃষ্টির ফোঁটার বদলে ঝরঝরিয়ে মাছ পড়ল আকাশ থেকে।
ঘটনায় এক রকম চমকেই গিয়েছেন এলাকার বাসিন্দারা। ‘মাছ বৃষ্টি’তে ভিজে বাটিতে করে মাছ ধরতেও দেখা গিয়েছে স্থানীয়দের।
তেলঙ্গনার জাগিতাল শহরে সাইনগরে শুক্র এবং শনি— পর পর দু’দিন এই ‘মাছ বৃষ্টি’ হয়েছে। তবে আবহবিদরা জানিয়েছেন বিরল হলেও এই ঘটনা অস্বাভাবিক নয়। আকাশ থেকে শুধু মাছ কেন, ব্যাঙ এমনকি কাঁকড়ারও বৃষ্টি হতে পারে।
দুর্যোগের পরিস্থিতিতে অনেক সময়েই সমুদ্র বা বড় জলক্ষেত্র থেকে টর্নেডোর মতো জলস্তম্ভ তৈরি হয়। ওই জলস্তম্ভ জলজ প্রাণীকে টেনে তোলে মেঘের উপরে। যা পরে বৃষ্টির মতো ঝরে পড়ে।
তেলঙ্গানার ওই বৃষ্টির একটি ভিডিয়োও নেটমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে আকাশ থেকে পড়া মাছ লাফাচ্ছে মাটিতে । সেই মাছ থালায় সংগ্রহও করছেন এক ব্যক্তি।
Residents of Jagtial town in #Telangana witnessed a rare weather phenomenon as fish ‘rain’ from the sky. The phenomenon, known as 'animal rain',
— Aashish (@KP_Aashish) July 10, 2022
happens when small water animals such as frogs, crabs or small fish are swept into water spouts. #Telanganafloods pic.twitter.com/JN9P1fzG5C
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy