বিমান ধরবেন বলে রওনা দিয়েছিলেন তরুণ। কিন্তু বিমানবন্দরে পৌঁছে দেখেন যে, তিনি সঠিক সময়ে পৌঁছোতে পারেননি। বিমান ছেড়ে চলে গিয়েছে। তা দেখে রাগে মাথায় যেন আগুন জ্বলে উঠল তাঁর। রাগে জামা খুলে বিমানবন্দরের ভিতর ভাঙচুর করতে শুরু করলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ব্রেকিং অ্যাভিয়েশন নিউজ় অ্যান্ড ভিডিয়োজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বিমানবন্দরের ভিতর ভাঙচুর করছেন। কখনও বিমানবন্দরে রাখা যন্ত্রপাতি খুলে দূরে ছুড়ে ফেলছেন। কখনও আবার চেয়ার-টেবিল ছুড়ে ফেলতে দেখা গিয়েছে তাঁকে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সোমবার ডাবলিন বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। তরুণের বয়স ২০ বছর। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে যে, ওই তরুণ মত্ত অবস্থায় বিমানবন্দরে হাজির হয়েছিলেন।
সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে, বিমান ছেড়ে চলে গিয়েছে। সময়মতো পৌঁছোতে পারেননি তিনি। তা শুনে রেগে যান তরুণ। জামা খুলে নিজের মুখে কাপড় বেঁধে নেন তিনি। তার পর শুরু হয় তাণ্ডব। বিমানবন্দরে ১ নম্বর টার্মিনাল গেটের কাছে গিয়ে ভাঙচুর করতে শুরু করেন তিনি। জিনিসপত্র ভেঙে তা দূরে ছুড়ে ফেলতে শুরু করেন। তাঁর কাণ্ডকারখানা দেখে অন্য যাত্রীরা ভয় পেয়ে সেখান থেকে দ্রুত সরে পড়তে শুরু করেন। যাত্রীদের দিকে তাকিয়ে বুকের পেশি ফুলিয়ে ভয়ও দেখান তরুণ। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান নিরাপত্তারক্ষীরা। তরুণকে ঘিরে ফেলেন তাঁরা। বিমানবন্দরের পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। তরুণকে হাতকড়া পরিয়ে সেখান থেকে নিয়ে চলে যান পুলিশকর্মীরা।