ডেটিং অ্যাপে এক তরুণের সঙ্গে হঠাৎ আলাপ হয়েছিল তরুণীর। মেলামেশা করার পর সেই তরুণকে মনেও ধরে যায় তাঁর। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ভবিষ্যৎ নিয়েও চিন্তাভাবনা করা শুরু করেছেন দু’জনে। বিয়ে করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাই পরিবারের সঙ্গে প্রেমিকাকে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন তরুণ। কিন্তু হবু শ্বশুরকে দেখে চমকে ওঠেন সেই তরুণী। তিনি যে তাঁর প্রাক্তন প্রেমিক!
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই তরুণী স্কটল্যান্ডের বাসিন্দা। এক তরুণের সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয় তাঁর। কয়েক মাসের আলাপে তাঁদের সম্পর্ক আরও গাঢ় হয়ে ওঠে। সারা জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের কথা জানাতে তাই প্রেমিকাকে পরিবারের সঙ্গে আলাপ করাতে চান তরুণ। স্থানীয় এক রেস্তরাঁয় গিয়ে তরুণ তাঁর বাবা-মায়ের সঙ্গে প্রেমিকার দেখা করান। কিন্তু তরুণের পিতাকে দেখে আঁতকে ওঠেন সেই তরুণী। তাঁর প্রেমিকার পিতা যে আসলে তাঁর প্রাক্তন প্রেমিক! তরুণীর দাবি, গত বছর বড়দিনে এক ব্যক্তির সঙ্গে তরুণীর আলাপ হয়েছিল।
আরও পড়ুন:
বেশ কিছু দিন সম্পর্কে থাকার পর তা ভেঙেও যায়। তখন যে সেই ব্যক্তি তাঁর আসল পরিচয় গোপন করেছিলেন তা বুঝতে পারেন তরুণী। তাঁর দাবি, সেই সময় সম্পর্কে থাকাকালীন তরুণী জানতেন না যে, ওই ব্যক্তি বিবাহিত এবং এক সন্তানের পিতা। চোখেমুখে বয়সের ছাপ ফুটে না ওঠার কারণে তরুণীও সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিনা প্রশ্নে। ভবিষ্যতে যে তাঁর পুত্রকেই বিয়ে করবেন সে কথা কল্পনা করতে পারেননি তরুণী। অতীত এবং বর্তমান নিয়ে জটিলতা তৈরি হয়েছে তরুণীর মনে। এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয় উচিত তা জানতে নেটাগরিকদের পরামর্শও চেয়েছেন তিনি।