শুঁড়ের মধ্যে পেঁচিয়ে গোলাপি ফুলের তোড়া ধরে রেখেছে একটি হাতি। সঙ্গিনীকে দেখতে পেয়ে সে দিকে ছুটে গেল সে। ফুল দিয়ে তাকে প্রেম নিবেদনও করল হাতিটি। পেল পাল্টা প্রেম নিবেদনও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গোজ়েজিয়াং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাছের চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। সবুজ গালিচার উপর দিয়ে ফুলের তোড়া শুঁড়ে পেঁচিয়ে সে দিকে এগিয়ে যাচ্ছে তার সঙ্গী।
সঙ্গিনীকে আরও কাছ থেকে দেখতে পেয়ে হাঁটার গতিবেগ বাড়িয়ে ফেলল হাতিটি। শুঁড়ে প্যাঁচানো ফুলের তোড়া সঙ্গিনীকে দিয়ে প্রেম নিবেদন করল সে। ভালবাসার মানুষের এই নিবেদন গ্রহণও করল হাতিটি। তার পর সেই তোড়া দিয়েই আবার হাতিটিকে প্রেম নিবেদন করল সে। সামনের পা সামান্য মুড়ে ঝুঁকে গিয়ে ফুলের তোড়াটি হাতিটির দিকে এগিয়ে দিল সে। সঙ্গিনীর কাছে এ ভাবে প্রেমের প্রস্তাব পেয়ে যারপরনাই খুশি হয়ে গেল হাতিটি। মনের আনন্দ আর ধরে রাখতে পারল না সে। শুঁড় দুলিয়ে সামান্য নেচে উঠল হাতিটি। তার পর সঙ্গিনীর কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করল সে।