চেনের একটা দিক শক্ত করে গলায় বাঁধা। অন্য দিক আটকে দেওয়া হয়েছে চলন্ত গাড়িতে। শহরের ব্যস্ত রাজপথ দিয়ে সেই গাড়িই পূর্ণ গতিতে ছুটছে। যান্ত্রিক বেগের সঙ্গে পাল্লা দিতে না পেরে কখনও আছড়ে-পিছড়ে মাটিতে পড়ছে, কখনও ধাক্কা খাচ্ছে, তার পর উঠে ফের দৌড়চ্ছে একটি কুকুর!
গাড়িটি চালাচ্ছিলেন এক চিকিৎসক। কুকুরটি কিছু দিন আগে তাঁরই বাড়ির পাশে নিয়মিত থাকতে শুরু করেছিল । বার বার তাড়িয়ে দিলেও যেতে চায়নি। এই অযাচিত ‘বন্ধুত্ব’ থেকে নিষ্কৃতি পেতেই এমন শাস্তির ব্যবস্থা! পুলিশকে ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি কুকুরটিকে বাড়ি থেকে অনেক দূরে ছেড়ে আসতে চেয়েছিলেন। তাই ও ভাবে নিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন:
-
১৮ বছরের ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করতে অস্বস্তি হয়? কী বললেন ‘গৌরী এলো’ মেগার নায়ক?
-
ছবি উঠছে না! ডুরান্ডের ট্রফি দেওয়ার সময় সুনীলকে ঠেলে সরিয়ে দিলেন বাংলার রাজ্যপাল লা গণেশন
-
রানির শেষকৃত্যে ডাকাই হল না পুতিনকে, আমন্ত্রিত নন বেলারুশ, মায়ানমারের রাষ্ট্রনেতারাও
-
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে স্নানের ভিডিয়ো-কাণ্ডে গ্রেফতার আরও এক, ছ’দিনের জন্য সমস্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত
ঘটনাটি রাজস্থানের। অমানবিক ওই অত্যাচারের হাত থেকে কুকুরটিকে উদ্ধার করেন এক স্থানীয় বাইক আরোহী। গাড়িতে করে টেনে নিয়ে যাওয়া কুকুরটিকে দেখে তিনিই চিকিৎসককে গাড়ি থামাতে বাধ্য করেন এবং কুকুরটিকে বাঁধন মুক্ত করেন। যদিও তত ক্ষণে শরীরে অজস্র আঘাত পেয়েছে কষ্টের কথা বলতে না পারা প্রাণীটি। গুরুতর জখমের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে।
স্থানীয়রাই একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে তাতে হাসপাতালে নিয়ে যায় কুকুরটিকে। খবর দেওয়া হয় পথ কুকুরদের দেখভালের সংগঠনকেও। পরে ওই চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে পশু নির্যাতনের অভিযোগ জানিয়েছি সংগঠনটি।
পুলিশ জানতে পেরেছে, ওই চিকিৎসকের নাম রজনীশ গালওয়া। তিনি জোধপুরের বাসিন্দা। আপাতত ওই চিকিৎসকের বিরুদ্ধে পশু নিগ্রহ আইনে মামলা করা হয়েছে।
Rajasthan doctor chains dog to car, drags around city | Video
— Swati Sanghi (@SanghiSwati) September 19, 2022
An animal abuse case has been registered against a Jodhpur man after he chained a dog to his car and dragged it around.
This is the mindset of an educated person or of a psychopath? pic.twitter.com/W42yZbtAPA