চলন্ত ট্রেন থেকে রেললাইনে একের পর এক ময়লা, খাবারের উচ্ছিষ্টের প্যাকেট ফেলছিলেন রেলেরই এক কর্মী। সেই কীর্তি ক্যামেরাবন্দি হয়ে ছড়াল সমাজমাধ্যমে। ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে তাঁকে ‘কাজ থেকে সরানো’ হয়েছে। একই সঙ্গে মোটা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়ো।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরায় ময়লা ফেলার পাত্রটি বোঝাই হয়ে রয়েছে। জলের বোতল থেকে শুরু করে খাবারের প্লাস্টিকের পাত্র উপচে পড়ছে সেখান থেকে। রেলের কর্মীকে দেখা গিয়েছে তিনি এক এক করে সেই আবর্জনা তুলে তুলে ছুড়ে ফেলছেন রেললাইনে। পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী এ ব্যাপারে প্রশ্ন করলেও তাতে বিশেষ আমল দেননি ওই কর্মী। কারও আপত্তি তোয়াক্কা না করেই শেষ পর্যন্ত পুরো আবর্জনার পাত্র ধরে সমস্ত ময়লা রেললাইনে ফেলে দেন তিনি।
সমাজমাধ্যম এক্সেও ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরাও। এক জন পোস্ট করে লিখেছেন, ‘‘অন্য কোনও দেশ হলে দ্রুত বরখাস্ত করা হত এই কর্মীকে।’’ অন্য এক জন প্রশ্ন তুলে লিখেছেন, ‘‘কে রেললাইনে এত আবর্জনা ফেলে দেশকে নোংরা করে?’’