কে বা কারা ওই টাকা ফেলে গেলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।
বাচ্চা থেকে বুড়ো— সকলেই লাফিয়ে নামছেন খালে। নোংরা জলের মধ্যেই তাঁরা হন্যে হয়ে খুঁজছেন মূল্যবান সেই জিনিস। পড়ে রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা! দুই হাতে মুঠো ভরে টাকা নিয়ে কেউ আবার ডাঙায় উঠে আসছেন। এমন দৃশ্যই ধরা পড়েছে বিহারে। খালের জলে ভাসছে নোটের বান্ডিল। আর তা দেখে ঝাঁপিয়ে পড়েছেন সকলে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
বিহারের সাসারাম শহরে এই ঘটনা ঘটেছে বলে খবর। তবে কবে এই কাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। ভিডিয়োতে দেখা গিয়েছে, টাকা কুড়োতে সকলে খালের জলে ঝাঁপিয়ে পড়েছেন। খালের জল নোংরা। তার মধ্যেই তাঁরা টাকা সংগ্রহ করছেন। সেই দৃশ্য দেখতে তখন খালের পাশে বহু মানুষের ভিড়।
Currency note bundles of ₹100 and ₹10, were found floating in a sewer in a Bihar town, Sasaram, around 150 km from capital Patna. pic.twitter.com/vl0q1Dzj4C
— Pagan (@paganhindu) May 6, 2023
কে বা কারা নোটের বান্ডিল খালের জলে ফেললেন, তা জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কত পরিমাণ টাকা খালে ফেলা হয়েছিল, সে ব্যাপারে জানায়নি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, খালে ১০০, ২০০, ৫০০ টাকার নোট পড়েছিল। আবার কেউ দাবি করেছেন যে, ১০০, ১০ টাকার নোটের বান্ডিল পড়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy