দীর্ঘ ক্ষণ বিমানে যাত্রা করবেন। এই সময়টুকু কী ভাবে কাজে লাগানো যায় তা ভাবতে ভাবতে মুখে ‘ফেস মাস্ক’ পরে ফেললেন তরুণী। তরুণী যাত্রীর কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন এক বিমানকর্মী। সামলাতে না পেরে হেসেও ফেললেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সোমাইয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী বিমানে যাত্রা করছেন। বিমানে বসেই রূপচর্চা করতে শুরু করেন তিনি। মুখে ফেস মাস্ক পরে ফেলেন তরুণী। সেই সময় বিমানের অন্য যাত্রীদের খাবার পরিবেশন করছিলেন এক বিমানকর্মী। তরুণীর কাণ্ড দেখে তাঁর দিকে তাকিয়ে হেসে ফেলেন ওই বিমানকর্মী।
দীর্ঘ ক্ষণ ফেস মাস্ক পরে থাকলে তাতে ত্বকের জেল্লা বাড়ে। বিমানে বহু ক্ষণ কাটাবেন বলে মুখে ফেস মাস্ক পরে নিয়েছিলেন তরুণী। মাস্ক লাগিয়ে তার পর বিশ্রাম নিতে দেখা যায় তাঁকে। ভিডিয়ো করে তরুণী দেখান যে, মাস্ক লাগানোর ফলে তাঁর ত্বকের জেল্লা কতখানি বৃদ্ধি পেয়েছে। তরুণীর নাম সোমাইয়া আওয়ান। পেশায় বিষয়স্রষ্টা তিনি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা সাড়ে তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে।