Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Viral Video

বিশ্বের ‘সবচেয়ে সরু’ রাস্তা, দু’জন পার হতে হিমশিম খাবে এমন পথে রয়েছে ট্র্যাফিক সিগন্যাল! কেন?

ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাগের একটি সরু রাস্তার এক প্রান্তে আইসক্রিম হাতে দাঁড়িয়ে রয়েছেন এক জন। অপর প্রান্তে দাঁড়িয়ে এক মহিলা। রাস্তার শুরুতে একটি ট্রাফিক সিগন্যাল রয়েছে।

One of the narrowest road in world has a traffic signal, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ০৮:০০
Share: Save:

বিশ্বের ‘সবচেয়ে সরু’ রাস্তা! গাড়ি, বাইক তো দূর অস্ত, সেই রাস্তায় সাইকেল নিয়ে যাতায়াত করাও দুরূহ। এমনকি, দু’জন মানুষও পাশাপাশি ঠিক করে ওই রাস্তায় যেতে পারবেন না। আর সেই রাস্তাতেই কিনা ফলাও করে বসানো হয়েছে ট্র্যাফিক সিগন্যালের লাল-হলুদ-সবুজ বাতি। পথচারীরা সেই সিগন্যাল ব্যবহারও করেন। সেই সিগন্যালের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। হইচইও ফেলেছে ভাইরাল ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

‘রোহিত সিংহ’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘বিশ্বের সরু রাস্তা’। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাগের একটি সরু রাস্তার এক প্রান্তে আইসক্রিম হাতে দাঁড়িয়ে রয়েছেন এক জন। অপর প্রান্তে দাঁড়িয়ে এক মহিলা। রাস্তার শুরুতে একটি ট্রাফিক সিগন্যাল রয়েছে। এর অর্থ রাস্তাটিতে ঢোকার আগে ওই সিগন্যাল চালু করতে হবে। যাতে অপর দিক থেকে কেউ না আসেন। কারণ রাস্তাটি এতটাই সরু যে, উল্টো দিক থেকে আসা দু’জন মানুষ একসঙ্গে ওই রাস্তা পার করতে পারবেন না। সেই রাস্তা এবং সিগন্যালের ছবিই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরু ওই রাস্তাটি প্রাগের মালা স্ট্রানায় রয়েছে। রাস্তাটির দৈর্ঘ্য ৩২ ফুট। চওড়া মাত্র ১৯ ইঞ্চি। যাত্রীরা যাতে রাস্তার মাঝখানে আটকে না যান তার জন্য ওই রাস্তার দু’প্রান্তে দু’টি ট্রাফিক লাইট বসানো হয়েছে। এই ট্র্যাফিক লাইটগুলি থেকে বোঝা যায় যে, উল্টো দিক থেকে কেউ আসছেন কি না। সবুজ সঙ্কেত পেলে তবেই ঢোকা যাবে রাস্তায়। কেউ সিগন্যাল না মানলে মাঝপথে আটকে যাওয়া অবশ্যম্ভাবী।

ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়োটিকে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। যদিও ভারতীয় নেটাগরিকদের একাংশের দাবি, ভারতে এর চেয়েও সরু রাস্তা রয়েছে।

অন্য বিষয়গুলি:

Viral Video Traffic Signal road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE