সন্ধ্যাবেলায় একান্তে সময় কাটাবেন বলে একটি পার্কে গিয়েছিলেন এক স্থানীয়। কিন্তু সেখানে ঝোলানো একটি বোর্ডের দিকে নজর পড়ে তাঁর। পার্কে খেলাধুলা করা যাবে না, দৌড়নো যাবে না— এমন নিয়মের তালিকা তৈরি করে লিখে দেওয়া রয়েছে সেই বোর্ডে। তার ছবি তুলেই সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাহানা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিটি পার্কে লাগানো একটি নোটিস বোর্ডের। বেঙ্গালুরুর ইন্দিরানগর পার্কের ভিতরের দৃশ্য এটি। সেই পার্কের ভিতর জোরে দৌড়নোর অনুমতি নেই। অর্থাৎ কেউ ‘জগিং’ করতে পারবেন না সেখানে।
নিষেধাজ্ঞা রয়েছে খেলাধুলায়ও। এমনকি, পার্কে কেউ হাঁটাচলা করলে তাঁকে কী ভাবে হাঁটতে হবে তার নিয়মকানুনও রয়েছে। ঘড়ির কাঁটা যে দিকে ঘোরে, সে ভাবেই পার্কের ভিতর হাঁটতে হবে সকলকে। বোর্ডে লেখা এই নিয়মকানুন দেখে তার ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন বেঙ্গালুরুর এক বাসিন্দা। ছবিটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘এর পর কি পোশাক-আশাকের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে? জগিং করা নিয়ে আবার কী ধরনের সমস্যা তৈরি হতে পারে?’’