Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Viral Video

কনসার্টে নিকের দিকে তাক করা লেজ়ার, ভয়ে দৌড়ে পালালেন প্রিয়ঙ্কার স্বামী, ভাইরাল ভিডিয়ো

মঞ্চের চারদিকে আধো অন্ধকার। মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করছেন নিক, জো এবং কেভিন। হঠাৎ নিকের মুখের উপর এসে পড়ে লেজ়ার রশ্মি।

Nick Jonas runs off stage after laser was aimed at him in Prague concert

(বাঁ দিকে) মঞ্চ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন নিক জোনাস। নিক জোনাস। (ডান দিকে) ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১২:৩০
Share: Save:

মঞ্চে পারফর্ম করছিলেন ‘জোনাস ব্রাদার্স’। তিন ভাইয়ের পারফরম্যান্স দেখতে হাজির হয়েছিলেন বহু শ্রোতা। মঞ্চে দাঁড়িয়ে গাইছিলেন নিক জোনাস। ছিলেন কেভিন জোনাস এবং জো জোনাস। হঠাৎ নিকের মুখের উপর এসে পড়ল লাল রঙের লেজ়ার রশ্মি। ভয় পেয়ে মঞ্চ ছেড়ে দৌড়ে পালিয়ে গেলেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের স্বামী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

মঙ্গলবার রাতে প্রাগে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল ‘জোনাস ব্রাদার্স’-এর। মঞ্চের চারদিকে আধো অন্ধকার। মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করছেন নিক, জো এবং কেভিন। হঠাৎ নিকের মুখের উপর এসে পড়ে লেজ়ার রশ্মি। বিপদের আশঙ্কা করেন তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাত দিয়ে বিপদের সাঙ্কেতিক চিহ্ন দেখিয়ে মঞ্চ ছেড়ে দৌড়ে পালিয়ে যান তিনি। মঞ্চে তখনও দাঁড়িয়েছিলেন কেভিন এবং জো। কিছু ক্ষণের জন্য কনসার্ট থেমে যায়।

‘জোনাসডেলিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চ ছেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন গায়ক। নিরাপত্তারক্ষীরা পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে, এক জন শ্রোতা নিকের মুখে সেই লেজ়ার রশ্মি ফেলেছিলেন। ক্ষতি করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। তবে সব জানার পর সেই ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। তার পর আবার নিক মঞ্চে ফিরে এসে গান শুরু করেন।

ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করে নিক জানিয়েছেন যে, সমাজমাধ্যম থেকে তিনি কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন। নিজের সঙ্গে সময় কাটানোর পর আবার তিনি ফিরে এসেছেন।

অন্য বিষয়গুলি:

Viral Video Concert Priyanka Chopra Nick Jonas Jonas Brothers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy