ছবি: এবিসি নিউজ়।
সারা সৈকত জুড়ে ছড়িয়ে রয়েছে কালো কালো ছোট বলের মতো বিজাতীয় বস্তু। অস্ট্রেলিয়ার সিডনির বেশ কয়েকটি সমুদ্রসৈকতে হাজার হাজার রহস্যময় কালো বল ভেসে আসতে দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে এদের মনে করা হয়েছিল আলকাতরা। ভুল ক্রমে হাতে তুললেই গন্ধের চোটে নাড়িভুঁড়ি উলটে আসে পরিবেশকর্মীদের। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের বিজ্ঞানীরা রহস্যময় বস্তুগুলিকে পরীক্ষা করে জানান এগুলি আসলে এক ধরনের বর্জ্য। মানুষের মল, মেথামফেটামিন, চুল, ফ্যাটি অ্যাসিড এবং পচা খাবারের মিলিত এই বর্জ্য ‘ফ্যাটবার্গ’ নামে পরিচিত। বন্ডি-সহ সাতটি সৈকতে এই ধরনের বর্জ্যে ভরে গিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অক্টোবর মাসের মাঝামাঝি এই ধরনের কালো বস্তু ভেসে আসাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তে দেখা যায়। ‘নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি’ বাসিন্দাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। সাঁতার কাটার সময় এদের সংস্পর্শে না আসার নির্দেশ দিয়েছেন তাঁরা। প্রথম অনুমান করা হয়েছিল যে এই বলগুলি সমুদ্রের গভীর থেকে তেল ছড়িয়ে পড়ার ফলে ভেসে এসেছে। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের অধ্যাপক জন বেভস সংবাদমাধ্যমে জানিয়েছেন যা কিছু দুর্গন্ধ আছে তার মধ্যে জঘন্যতম এই ফ্যাটবার্গগুলির গন্ধ।
পচা মাংস ও শৌচালয়ের দুর্গন্ধের মিশেলে যে উৎকট গন্ধ বেরোয় তার সঙ্গে মিল পাওয়া যায় এই ফ্যাটবার্গের গন্ধের। দুর্গন্ধ এবং ক্ষতিকারক উপাদানগুলির জন্য মানুষ ও প্রাণীদের এই বস্তুটি থেকে দূরে থাকার কথা জানিয়েছেন গবেষকরা। কয়েক দিন আগেই দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট এলিয়টের হর্সশু উপসাগরে উপকূলে অদ্ভুত দর্শনের প্রাণীদের দেখা মিলেছিল। দাম নির্ধারণ করা হয়েছিল কিলো প্রতি ২১ হাজার টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy