জঙ্গলের ভিতর দিয়ে তিরতির করে বয়ে চলে নদী। সেখানেই একটি বড় পাথরের উপর কেক রেখে জন্মদিনের কেক কাটছিলেন তরুণ। কিন্তু কোথা থেকে একটি বাঁদর এসে ছোঁ মেরে সেই কেকটি নিয়ে তরতরিয়ে গাছের ডালে উঠে পালিয়ে যায়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘কিংলিউট্রিম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণ জঙ্গলের মাঝে দাঁড়িয়ে কেক কাটছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গানও করছেন অনেকে। তরুণ কেক কাটার পর একটু সরে দাঁড়াতেই কোথা থেকে একটি বাঁদর এসে হাজির হয়।
সেই কেকটি ‘চুরি’ করে একটি গাছের ডালে উঠে যায় সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে বাঁদরের কাণ্ড দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরামির সঙ্গে পেরে ওঠা কারও সাধ্য নয়।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণ সারা জীবন তাঁর এই জন্মদিনের কথা মনে রাখবেন। কেউ কেক খেতে পেলেন না। গাছের ডালে বসে একা একা পুরো কেকটি খেয়ে ফেলবে বাঁদরটি।’’