Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Monami Ghosh

Viral: বিমানসেবিকাদের সঙ্গে মনামীর ‘টাপা টিনি’ নাচ, দেখুন সেই ভিডিয়ো

বিমানবন্দরে অন্দরে ‘বেলাশুরু’-র চেনা ছন্দে মসৃণ ভঙ্গিতে নাচলেন অভিনেত্রী মনামী ঘোষ। তাঁকে ঘিরে পা মেলালেন স্পাইসজেটের বিমানসেবিকারা।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৪:৩৫
Share: Save:

কলকাতা বিমানবন্দরে চরম ব্যস্ততার ফাঁকে হঠাৎই যেন তাল কাটল যাত্রীদের! তাঁদের মন কাড়ল ‘ইনি বিনি টাপা টিনি’! বিমানবন্দরে অন্দরে ‘বেলাশুরু’-র চেনা ছন্দে মসৃণ ভঙ্গিতে নেচে উঠলেন অভিনেত্রী মনামী ঘোষ। তাঁকে ঘিরে পা মেলালেন স্পাইসজেটের বিমানসেবিকারা। বৃহস্পতিবার প্রকাশিত এই ভিডিয়োটি আপাতত ভাইরাল।

ইউটিউবে ‘ফ্ল্যাশ মব’-এর এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৭২ হাজারেরও বেশি নেটব্যবহারকারীর মনে ধরেছে। তাতে দেখা গেল, বিমানবন্দরের ব্যস্ততার ফাঁকে হঠাৎই গমগমিয়ে বেজে উঠছে ‘ইনি বিনি টাপা টিনি, টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এয়েছে, দেখতে ভারী খাসা।’ সেই গানের তালে নাচ শুরু করছেন স্পাইসজেটের এক বিমানসেবিকা। একে একে আরও কয়েক জন বিমানসেবিকা এগিয়ে এসে তাতে যোগ দিলেন। সকলেরই পরনে বিমানসেবিকার নির্দিষ্ট পোশাক। সে আসরে হাজির হলেন মনামী। ক্রপ টপের সঙ্গে মানানসই পটিয়ালা ধাঁচের ট্রাউজারে মনামীও ছন্দে মাতলেন।

এ সব দেখেই যেন ‘ছন্দপতন’ হল যাত্রীদের। খানিকটা থমকে গেলেন। ব্যস্ততা ভুলে মোবাইলে ছবি তুলতে দাঁড়িয়ে পড়লেন অনেকেই। অনেকে আবার মুগ্ধতা নিয়ে আটকে পড়লেন।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি ‘বেলাশুরু’র এই গান প্রকাশ্যে এসেছে ৯ এপ্রিল। তার পর থেকেই জনপ্রিয়তার চুড়োয় চড়ছে তা। ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদার গাওয়া এই গানে এ বার মাতল কলকাতা বিমানবন্দরও।

অন্য বিষয়গুলি:

Monami Ghosh Viral Viral video instagram Kolkata Airport Belashuru Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy