জীবনের ঝুঁকি নিয়ে হাতির কাছে গেলেন ওই ব্যক্তি। ছবি টুইটার।
জঙ্গল ছেড়ে রাস্তায় বেরিয়েছে সে। তাকে দেখা মাত্রই রাস্তায় থমকে গিয়েছে যান চলাচল। সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে একের পর এক গাড়ি। তার ভয়ে তখন অনেকেই গাড়ির মধ্যে বসে কাঁপছেন। কারও আবার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয় পাওয়াই স্বাভাবিক। দাঁতালকে দেখে কে আর ভয় পাবেন না বলুন! তবে এক ব্যক্তির ভয়-ডর বলে যেন কিছুই নেই। হাতিটিকে দেখে একেবারে তাঁর কাছে চলে গেলেন তিনি। তার পর?
রাস্তা লাগোয়া জঙ্গলের ধারে তখন দাঁড়িয়ে রয়েছে গজরাজ। শুঁড় নাড়াচ্ছে সে। এই অবস্থায় একেবারে তার কাছে চলে গেলেন এক ব্যক্তি। হাতির কাছে গিয়ে দু’হাত মাথায় তুলে তাঁকে প্রণাম করলেন তিনি। তার পর হাতিটির সামনে গিয়ে দু’হাত তুললেন। কিছু ক্ষণ ধরে হাতির সামনে এমন সব কাণ্ড করলেন ওই ব্যক্তি।
It was suicidal, even then the gentle giant tolerated the man and let him go.
— Ramesh Pandey (@rameshpandeyifs) May 11, 2023
Via: @Saket_Badola pic.twitter.com/27F6QHstkn
এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি দেখে অনেকেই আঁতকে উঠেছেন। হাতিটির সামনে গিয়ে ওই ব্যক্তি মোটেই ঠিক কাজ করেননি বলে মন্তব্য করেছেন তাঁরা। কেউ তো আবার বলেছেন, ওই ব্যক্তির বুকের পাটা আছে! না হলে কেউ হাতির কাছে যায়! যে কোনও মুহূর্তে অঘটন ঘটতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকে।
ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি। ভিডিয়োটি টুইট করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক সাকেত বাদোলা এবং রমেশ পাণ্ডে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy