ইন্টারনেটে লবন বিক্রেতার এই ছবিটিই ভাইরাল হয়েছে। ছবি : টুইটার থেকে।
নুনের ন্যুনতম দামের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল নুন আনতে পান্তা ফুরনোর প্রবাদ। মূল বক্তব্য ছিল, নুনের মতো সামান্য দামের জিনিসের অর্থ জোটাকে ঘরে থাকা বাসী ভাত ফুরিয়ে যাচ্ছে, এমনই দূরবস্থা। দামের নিরিখে তাচ্ছিল্য করা সেই নুনকেই জাতে তুললেন এক ব্যবসায়ী।
সামাজিক মাধ্যমে সম্প্রতি এক নুন বিক্রেতার ছবি বেজায় ভাইরাল হয়েছে। কোনও এক বড় শহরের বড় রাস্তার ধারে অস্থায়ী সৈন্ধব লবণের দোকান তাঁর। আর সেই দোকানে নুন কিনতে ক্রেতারা অনলাইনে ডিজিটাল পেমেন্টও করতে পারবেন। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকরা।
আদিত্য নামে এক টুইটার ব্যবহারকারী ওই নুন বিক্রেতার ছবিটি শেয়ার করেছিলেন। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে সমাজমাধ্যমের নিয়মিত নাগরিকেরা যত না অনলাইন পেমেন্টের বাহার দেখে বিস্মিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছেন নুন ব্যবসায়ীর অস্থায়ী দোকানটি দেখে।
Why am I bullish on India?
— Aditya 😺 (@AdityaVSC) November 20, 2022
Because you can sell rock salt on a horse cart but still collect payments digitally with a QR code.
Thanks @vijayshekhar for building @Paytm. pic.twitter.com/UaQuZ3t5mB
ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি ঘোড়ায় টানা গাড়িতে সৈন্ধব লবনের পাথরের মতো বড় বড় টুকরোর পসার সাজিয়ে বসেছেন তিনি। তবে সেই গাড়িটি টানছে একটি ঘোড়া। দ্রব্যমূল্য বৃদ্ধির জমানায় হয়তো তেল বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যবসায়ী। যেমন আরও অনেককেই করতে দেখা গিয়েছিল মাস কয়েক আগে। কিন্তু তাঁর সেই ভাবনাই চমকে দিয়েছে নেটাগরিকদের।
তাঁরা অবাক হয়ে জানিয়েছেন, একই সঙ্গে ঘোড়ায় টানা গাড়ি আর আধুনিক ডিজিটাল পেমেন্টের এমন সহাবস্থান চমকে দেওয়ার মতোই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy