ছবি: টুইটার।
শাহরুখ-জ্বরে কাঁপছে সিনেদুনিয়া। মুক্তির সময় থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘জওয়ান’ ছবি। শাহরুখের অবতার নজর কেড়েছে ভক্তদের। ছবিতে এসআরকের ইন্দ্রলুপ্ত লুকে মজেছেন অনেকেই। ‘জওয়ান’ ছবিতে কিং খানের আদবকায়দা অনেকেই অনুকরণ করছেন। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
ইন্দ্রলুপ্ত অবতার শাহরুখের। চোখে রোদচশমা। মেট্রোর কামরায় এই বেশেই ‘জওয়ান’ ছবিতে দেখা গিয়েছে কিং খানকে। সেই সময় বাজছিল সেই কালজয়ী গান ‘বেকরার কর কে হমে’। গানের তালে নাচছিলেন শাহরুখ। ছবির এই দৃশ্য বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এ বার সেই দৃশ্যেরই পুনর্নির্মাণ করার চেষ্টা করতে দেখা গেল এক এসআরকে ভক্তকে।
ওই যুবকের নাম আনমোল। শাহরুখের মতোই তাঁর চোখে রোদচশমা। পরনে শার্ট-জিন্স। অবশ্য ছবিতে শাহরুখের চরিত্রের মতো তাঁর ইন্দ্রলুপ্ত নেই। ছবিতে ওই গানের সঙ্গে ঠিক যে ভাবে নাচতে দেখা গিয়েছে বাদশাকে, মেট্রোর কামরায় তেমন ভাবেই নাচতে দেখা গেল তাঁকে। যুবকের ওই কাণ্ড দেখে বাকি যাত্রীদের মুখে তখন হাসির রেখা। ইনস্টাগ্রামে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কোন এলাকার মেট্রোয় ভিডিয়োটি তোলা হয়েছে, তা জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy