Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Viral Video

মুখে ৫০ কেজির বস্তা, একটি বস্তা পিঠেও, প্রকাশ্যে ‘বাহুবলী’র ভিডিয়ো

হাত দিয়ে নেড়েচেড়ে বস্তার সামনে দাঁত বসিয়ে দিলেন তরুণ। তার পর সেই বস্তাই দাঁত দিয়ে উপরের দিকে তুলে ধরলেন তিনি।

পিঠে এবং মুখে বস্তা।

পিঠে এবং মুখে বস্তা। —ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ১৭:০৭
Share: Save:

পরনে জিন্‌সের প্যান্ট, কোমরে লাল রঙের বেল্ট। গায়ে ছিল সাদা রঙের গেঞ্জি। রাস্তার ধারে দাঁড়িয়ে গেঞ্জিটা ছুড়ে ফেলে দিলেন রাস্তায়। সামনে রাখা ছিল সিমেন্টভর্তি বস্তা। হাত দিয়ে নেড়েচেড়ে বস্তার সামনে দাঁত বসিয়ে দিলেন তরুণ। তার পর সেই বস্তাই দাঁত দিয়ে উপরের দিকে তুলে ধরলেন তিনি।

পিছনের দিকে হেঁটে গিয়ে পিঠে আরও একটি ভারী বস্তা চাপালেন। মুখে এবং পিঠে দু’টি বস্তা নিয়ে রাস্তা পার করে একটি বাড়ির ভিতর ঢুকে গেলেন তিনি। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ঘটনাটি কোথাকার, তরুণের পরিচয়ই বা কী,সে সব কিছুই জানা যায়নি। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা রয়েছে, দাঁত দিয়েই ৫০ কেজি ওজনের সিমেন্টের বস্তা তুলে ধরেছেন তরুণ। তরুণের এই ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন নেটব্যবহারকারীরা। নেটাগরিকদের একাংশ সেই তরুণকে আবার ‘বাহুবলী’র সঙ্গেও তুলনা করেছেন।

অন্য বিষয়গুলি:

Viral Video Cement Sack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE