ফাইল চিত্র।
নামী কফিশপে কফি খেতে গিয়েছিলেন যুবক। কিন্তু দাম দেখে সেখানে কফি খাননি। বরং অন্য কৌশল অবলম্বন করে তাক লাগিয়ে দিয়েছেন। ওই কফিশপের কফিই খেয়েছেন, তবে অর্ধেক দামে। যুবকের বুদ্ধির প্রশংসা করছেন নেটাগরিকেরা।
গোটা বিষয়টি টুইটারে শেয়ার করেছেন সন্দীপ মল নামের ওই যুবক। তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি কফিশপে কফি খেতে গিয়েছিলেন। যে কফি তাঁর খাওয়ার ইচ্ছা ছিল, ক্যাফেতে তার দাম ৪০০ টাকা। যুবক কম দামে ওই কফি খাওয়ার উপায় বার করেন। ক্যাফেতে বসেই তিনি অনলাইনে কফি অর্ডার করেন।
Sitting at Starbucks - coffee for 400. Zomato deal for same coffee 190. Ordered Zomato with address of Starbucks. The Zomato guy picks up and gives me to my table at Starbuck. ये वाला business अपनी अक्ल से completely out of course है।
— Sandeep Mall (@SandeepMall) June 6, 2023
কফিশপের কফিতে ওই অনলাইন খাবার ডেলিভারি সংস্থা বিশেষ ছাড় দিয়ে থাকে। ডেলিভারির জন্য বাড়তি টাকাও দিতে হয়নি যুবককে। ৪০০ টাকার কফি তিনি ক্যাফেতে বসেই পেয়ে যান ১৯০ টাকায়। ডেলিভারি সংস্থার কর্মী কফিশপ থেকেই তাঁর অর্ডার করা কফিটি নেন। তার পর সেখানেই বসে থাকা যুবকের টেবিলে গিয়ে তা দিয়ে আসেন।
কম দামে কফি খাওয়ার এই কৌশল টুইটারে শেয়ার করেন যুবক। যা নিয়ে নেটাগরিকদের মধ্যে চর্চা শুরু হয়েছে। টুইটটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তবে যুবক জানিয়েছেন, এই প্রথম বার নয়। এর আগেও একাধিক রেস্তোরাঁয় খেতে গিয়ে এই কাজ করেছেন তিনি। তাতে রেস্তোরাঁ নির্ধারিত দামের তুলনায় অনেক সস্তায় তিনি খাবার পেয়েছেন। এ বিষয়ে ওই কফিশপ সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy