বিয়েবাড়ির ভোজে পর্যাপ্ত পনির পরিবেশন করা হয়নি। রেগে গিয়ে মিনিবাস নিয়ে বিয়েবাড়িতে ঢুকে পড়লেন চালক। বাসের ধাক্কায় গুঁড়িয়ে দিলেন মণ্ডপ। শনিবার রাতে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার হামিদপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সেই ঘটনায় ছ’জন আহত হয়েছেন। সাময়িক ভাবে আটকে যায় বিয়েও।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত বাসচালকের নাম ধর্মেন্দ্র যাদব। তাঁর গাড়িতেই বিয়েবাড়িতে এসেছিলেন বরযাত্রীরা। বরযাত্রীদের পৌঁছে দেওয়ার পর কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে খেতে যান ধর্মেন্দ্র। কিন্তু খাবার খাওয়ার সময় চাওয়া সত্ত্বেও নাকি তাঁকে পর্যাপ্ত পনির পরিবেশন করা হয়নি। অভিযোগ, এর পরেই রেগে গিয়ে বাস নিয়ে বিয়েবাড়িতে ঢুকে যান ধর্মেন্দ্র। প্রত্যক্ষদর্শীরাও তেমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ধর্মেন্দ্র আচমকা বাস নিয়ে বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়লে বেশ কয়েক জন অতিথি আহত হন। এর পর গাড়িটি মণ্ডপে গিয়ে ধাক্কা মারে। গুঁড়িয়ে যায় মণ্ডপ। গুরুতর আহত হন বরের বাবা এবং কনের কাকা-সহ আরও চার জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। অন্য দিকে, বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ধর্মেন্দ্র।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটির কারণে বিয়ের অনুষ্ঠান সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরের দিন ভোরে স্থানীয় মানুষ এবং পুলিশের সহায়তায় বিয়ে সম্পন্ন হয়। যদিও অভিযুক্ত বাসচালক ঘটনার পর থেকেই পলাতক। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ধর্মেন্দ্রের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।