Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
diamond theft

বাস্তবের ‘মানি হেইস্ট’, ১৩টি গাড়ি পাল্টে দেড় কোটির হিরে চুরি! তবে শেষরক্ষা হল না

পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য মুম্বই থেকে সুরাত যাওয়ার পথে ১৩ বার গাড়ি বদলান শচীন মাকওয়ানা নামের যুবক। রাস্তায় সিসিটিভি রয়েছে জেনে তিনি বার বার গাড়ি বদল করার পরিকল্পনা করেন।

Man from Rajasthan allegedly stealing diamonds worth 1.47 crore has been arrested

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৩:২৫
Share: Save:

এ যেন ‘মানি হেইস্টে’র ভারতীয় সংস্করণ। ১ কোটি ৪৭ লক্ষ টাকার হিরে চুরি করে পুলি‌শকে ঘোল খাইয়ে অবশেষে গ্রেফতার হলেন মুম্বইয়ের এক যুবক। অলঙ্কারের ওয়ার্কশপ থেকে প্রায় দেড় কোটি মূল্যের হিরে চুরির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সোমবার গোরেগাঁও পুলিশ রাজস্থান থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য মুম্বই থেকে সুরাত যাওয়ার পথে ১৩ বার গাড়ি বদলান শচীন মাকওয়ানা নামের এই যুবক। রাস্তায় সিসিটিভি রয়েছে জেনে তিনি বার বার গাড়ি বদল করার পরিকল্পনা করেন।

পুলিশের হাতে ধৃত শচীন মাকওয়ানা।

পুলিশের হাতে ধৃত শচীন মাকওয়ানা। ছবি: সংগৃহীত।

পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর পশ্চিমের গোরেগাঁও-এর জওহর নগর রোডে কিরণ রোকানি নামের একটি অলঙ্কার বিক্রেতার ওয়ার্ক শপে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল অঙ্কের হিরের হদিস না মেলায় রোকানি পুলিশের কাছে যান । একই সময়ে তার এক কর্মচারী শচীন নিখোঁজ হওয়ায় তাঁর সন্দেহ বেড়ে যায়। শচীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর, পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করে। গোরেগাঁও থেকে গুজরাটের পালানপুর পর্যন্ত শচীনের গতিবিধি অনুসরণ করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের একটি দল গ্রামে তাঁর পৌঁছয়। কিন্তু অভিযুক্তকে খুঁজে পায়নি তারা। পরিবারের সদস্যদের ফোন পরীক্ষা করে একটি সন্দেহজনক নম্বরের অস্তিত্ব খুঁজে পায় পুলিশ। সেই নম্বরটির টাওয়ার দেখে রাজস্থানের গাদি থেকে শচীনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে চুরি যাওয়া হিরে উদ্ধার করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Diamond Theft CCTV Mumbai Rajasthan Surat Money Heist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy