প্রতি দিন নতুন নতুন টিপ পরতে দেন না বর। আর তা নিয়েই ঝামেলা। সেই ঝামেলার জেরে স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ এক মহিলা! অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরা শহরে। সেই ঘটনার খবর সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়েছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের আগরার ওই বধূ প্রতি দিন আলাদা আলাদা টিপ পরতে পছন্দ করেন। টিপের বিষয়ে খুবই শৌখিন তিনি। সেই টিপ এনে দেওয়ার এবং পছন্দ করে দেওয়ার দায়িত্ব ছিল স্বামীর উপরেই। আর তাতেই নাকি তিতিবিরক্ত হয়ে পড়েন মহিলার স্বামী। সাফ জানিয়ে দেন, প্রতি দিন আলাদা আলাদা টিপ এনে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। টিপের জন্য প্রচুর বাড়তি খরচ হয়ে যাচ্ছে বলেও জানান। আর তার পরেই চটে লাল হয়ে যান তাঁর স্ত্রী।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, টিপ নিয়ে মতবিরোধের জেরে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান ওই বধূ। বাপের বাড়িতে থাকতে শুরু করেন। এর পর আদালতের দ্বারস্থও হন। স্থানীয় পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করার পর ওই দম্পতি একটি পারিবারিক কাউন্সেলিং সেন্টারে কাউন্সেলিংও করতে গিয়েছিলেন। তবে আগরা শহরে এমন ঘটনা প্রথম নয়। কয়েক মাস আগেই স্বামী মোমো আনতে ভুলে যাওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় ছুটেছিলেন এক মহিলা।