টিকটক ভিডিয়ো করতে সিংহের খাঁচায় প্রবেশ করেছিলেন। খাঁচার মধ্যেই বছর কুড়ির তরুণকে ফালাফালা করল ভয়ঙ্কর সিংহটি। এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পাকিস্তানে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পঞ্জাব প্রদেশে। আহত ওই তরুণের নাম মহম্মদ আজ়িম।
প্রতিবেদন অনুযায়ী, লাহোরের সবজাজারে এলাকার সিংহের প্রজননশালায় কাজ করতেন আজ়িম। সম্প্রতি টিকটক ভিডিয়ো বানাতে মালিকের অনুমতি না নিয়েই সিংহের খাঁচায় ঢুকেছিলেন তিনি। তখনই তাঁর উপর হামলা চালায় সিংহটি।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, আজ়িম তাঁর ফোনে সিংহের একটি ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করছিলেন। তখনই শিকারি সিংহ তাঁকে আক্রমণ করে। তাঁর মাথায়, মুখে, হাতে থাবা বসাতে থাকে সিংহটি। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। সেই চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন চিড়িয়াখানার মালিক। আজ়িমকে উদ্ধার করতে তিনিও খাঁচায় প্রবেশ করেন। সিংহটিকে শান্ত করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় আজ়িমকে।
আরও পড়ুন:
ঘটনাটি পঞ্জাব সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছে। মুখ্যমন্ত্রী মরিয়ম অওরঙ্গজেবের নির্দেশে ওই প্রজননশালার মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রজননশালার লাইসেন্সও বাতিল করা হয়েছে। গত সপ্তাহে, সিংহের মালিকানা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রবর্তন করেছেন মরিয়ম।