Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Viral Video

‘কখনও সুশি খাইনি’, যৌনকর্মীর সঙ্গে দিনযাপন নেটপ্রভাবীর, হল শখ পূরণও, প্রশংসার ঢল

ভারতীয় ওই নেটপ্রভাবীর নাম অনীশ ভগত। তিনি সমাজমাধ্যমের পরিচিত নাম। এর আগেও পুণে গিয়ে এক অটোচালকের সঙ্গে সময় কাটিয়ে এবং তাঁকে সাহায্য করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

Influencer takes a worker from red light area out for Sushi, spends whole day with her

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
Share: Save:

যৌনকর্মীর সঙ্গে দেখা করে সারা দিন সময় কাটালেন। ইচ্ছাপূরণ করতে নামী রেস্তরাঁয় জাপানের জনপ্রিয় খাবার সুশিও খাওয়াতে নিয়ে গেলেন। ভারতীয় নেটপ্রভাবীর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। ওই নেটপ্রভাবী তরুণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের অনেকে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভারতীয় ওই নেটপ্রভাবীর নাম অনীশ ভগত। তিনি সমাজমাধ্যমের পরিচিত নাম। এর আগেও পুণে গিয়ে এক অটোচালকের সঙ্গে সময় কাটিয়ে এবং তাঁকে সাহায্য করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাঁকে। সম্প্রতি রক্সি নামে এক যৌনকর্মীর সঙ্গ দেখা করে তিনি সমাজমাধ্যমের মন জয় করেছেন। রক্সি সমাজমাধ্যমে অনীশের অনুগামী। রক্সির সঙ্গে দেখা করতে ভারতের অন্যতম বিখ্যাত যৌনপল্লিতে গিয়েছিলেন অনীশ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যৌনপল্লিতে গিয়ে রক্সির সঙ্গে দেখা করেছেন অনীশ। রক্সির সঙ্গে তাঁর বাড়িতেও যান তিনি। সেখানেই অনীশকে তাঁর সুখ-দুঃখের গল্প শোনাতে গিয়েছে রক্সিকে। কী ভাবে তিনি ওই পেশায় এলেন, সে কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। অনীশকে রক্সি জানান, তিনি ১৫ বছর ধরে ওই যৌনপল্লিতে থাকেন এবং ছোট বাচ্চাদের টিউশনও পড়ান। তবে তাঁর মেয়েকে এই জগৎ থেকে দূরে রেখেছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর সমস্ত কথা মন দিয়ে শুনতে দেখা গিয়েছে নেটপ্রভাবী অনীশকে।

এর পর রক্সির কাছে তাঁর ইচ্ছার কথা জানতে চান অনীশ। তা শুনে রক্সি জানান যে, তিনি কোনও দিন সুশি খাননি। এর পর রক্সিকে নিয়ে এক নামী রেস্তরাঁয় যান অনীশ। সেখানে তাঁদের একসঙ্গে সুশি উপভোগ করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন অনীশ নিজেই। বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় দু’কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনীশের প্রশংসায় মুখর হয়েছেন নেটাগরিকেরা। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ইন্টারনেটে আমার দেখা সবচেয়ে ভাল ভিডিয়ো। একই সঙ্গে হৃদয়স্পর্শী এবং হৃদয়বিদারক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’’

অন্য বিষয়গুলি:

Viral Video Influencer Instagram Viral Red Light Area Prostitute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy