Advertisement
১৭ ডিসেম্বর ২০২৪
begging in Indore

ভিক্ষা দিলেই মিলবে কঠিন শাস্তি! দেশের কোন শহরে চালু হচ্ছে নয়া নিয়ম?

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকেই এই নিয়ম চালু করতে চায় প্রশাসন।

Indore will start registering FIRs against anyone who gives money to beggar’s

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৪
Share: Save:

ভিক্ষুকদের ভিক্ষা দিলেই হবে মামলা। অন্য কোনও দেশে নয়, এ দেশেই চালু হচ্ছে এমন ব্যবস্থা। ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইনদওর। শহর পরিচ্ছন্ন রাখার পর এ বার তাকে ভিক্ষুকমুক্ত করতে চলেছে ইনদওরের প্রশাসন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকেই এই নিয়ম চালু করতে চায় জেলা প্রশাসন। যাঁরা ভিক্ষুকদের অর্থ সাহায্য করবেন, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিক্ষা দিতে গিয়ে ধরা পড়লে থানায় অভিযোগ দায়ের করা হবে। জেলাশাসক আশিস সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রশাসন ইতিমধ্যেই ইনদওরে ভিক্ষা নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। ভিক্ষার বিরুদ্ধে সরকারের তরফ থেকে সচেতনতা প্রচার ডিসেম্বর মাসের শেষ অবধি চালু থাকবে। ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন।

শহরের বিভিন্ন রাস্তা ভিক্ষুকমুক্ত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করবে প্রশাসন। দেশের মোট ১০টি শহরে এই প্রকল্পের কাজ চলছে। শহরগুলি হল দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইনদওর, লখনউ, মুম্বই, নাগপুর, পটনা এবং আমদাবাদ। ভিক্ষুকদের পুনর্বাসন দিতে গিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য হাতে এসেছে প্রশাসনের। প্রকল্প আধিকারিক দীনেশ মিশ্র বলেন, সমীক্ষা চালাতে গিয়ে তাঁরা দেখেছেন কোনও ভিক্ষুকের রয়েছে বড় পাকা বাড়ি, কারও সন্তান ভাল চাকরি করেন। এক জন ভিক্ষুকের থেকে প্রায় ৩০ হাজার টাকা পাওয়া গিয়েছে বলে জানান তিনি। কেউ আবার ভিক্ষার টাকা থেকে সুদের কারবার চালান। রাজস্থান থেকে এক দল ভিক্ষুক এই শহরে ভিক্ষা করতে এসেছেন বলে সরকারের হাতে তথ্য উঠে এসেছে। মধ্যপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী নারায়ণ সিংহ কুশওয়াহা জানিয়েছেন, ইনদওরের একটি সংস্থা সরকারের এই প্রচেষ্টায় সাহায্য করতে এগিয়ে এসেছে। সংগঠনটি ভিক্ষুকদের ছয় মাসের জন্য আশ্রয় দেবে এবং তাঁদের জন্য কাজ খুঁজে দেওয়ার চেষ্টা করবে। মন্ত্রী জানিয়েছেন, ‘‘সরকারের পক্ষ থেকে মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করার জন্য অক্লান্ত চেষ্টা চালানো হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Begger Indore FIR Clean MP Rule money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy