পতাকা হাতে ছোট্ট এসথার। ছবি: টুইটার।
বছর দু’য়েক আগে ‘মা তুঝে সালাম’ গেয়ে সকলের মন জয় করেছিল মিজোরামের একরত্তি মেয়ে এসথার হনমতে। তখন তার বয়স ছিল মাত্র চার। এর পর গত বছর স্বাধীনতা দিবসের ঠিক আগে আগে এই খুদেকে সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ রেকর্ড করে ভারতীয় সেনার অসম রাইফেলস্ বাহিনী। এই গান নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। আর বছর ঘুরতে না ঘুরতেই আবারও ভাইরাল হল সেই ভিডিয়ো। এই ভিডিয়োতে ভারতীয় সেনাবাহিনীর পোশাকে দেখা গিয়েছে ছোট এসথারকে। তার গলায় থাকা জাতীয় সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যকেও ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিয়োতে।
এই ভিডিয়ো এতটাই জনপ্রিয় হয়েছিল যে, মাত্র এক সপ্তাহের মধ্যেই ৩০ লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে এই ভিডিয়োটি দেখেছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালে এসথারের গাওয়া ‘মা তুঝে সালাম’ গানটি দৃষ্টি আকর্ষণ করে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্র এবং মিজোরাম সরকারের তরফে অর্থ সাহায্যও করা হয় এসথারকে। এ ছাড়াও একাধিক সম্মানেও সম্মানিত করা হয় ছোট্ট এসথারকে।
Soulful Rendition of #Rashtragaan by little girl
— Sonal Goel IAS (@sonalgoelias) August 15, 2021
Esther Hnamte at 3 #AssamRifles , Mizoram 💕
We are Proud of our Country #IndiaAt75 #IndiaIndependenceDay #AmritMahotsav
(VC : SM ) pic.twitter.com/z59bhbItIf
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy