কুম্ভমেলায় স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়েছেন তরুণ। ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন তিনি। স্ত্রী ব্যাগ থেকে বার করলেন মেকআপ রাখার বাক্সভর্তি সরঞ্জাম এবং আয়না। মেকআপ করতে সাহায্য করলেন স্বামীও। এক হাতে আয়না এবং এক হাতে মেকআপের বাক্স ধরে কুম্ভমেলার মাঝেই স্থির দাঁড়িয়ে রইলেন তিনি। তাঁর স্ত্রী সেরে ফেললেন সাজগোজ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘সৌন্দর্য_শুক্ল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক হাতে মেকআপ রাখার বাক্স এবং অন্য হাতে ছোট একটি আয়না ধরে স্থির দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্ত্রী। আয়না দেখে চোখে কাজল পড়ছেন তিনি। ঘটনাটি প্রয়াগরাজের কুম্ভমেলায় ঘটেছে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ।
এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘তরুণের ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যিই ভালবাসার এমন সম্পর্ক দেখলে মন ভাল হয়ে যায়।’’ আবার এক জন মজার ছলে লিখেছেন, ‘‘তরুণ যদি আয়না ধরে না দাঁড়াতেন তা হলে যে তাঁর কপালে কী দুঃখ ছিল তা শুধুমাত্র তিনিই জানেন।’’