পুলিশ জানিয়েছে, ২৪ অক্টোবর রাতে এই ঘটনা ঘটেছে। ছবি: টুইটার।
প্রবল গতিতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি। আর সেই গাড়ির উপর থেকে হুস হুস করে একের পর এক আতশবাজি ফাটিয়ে চলছে দীপাবলি উদ্যাপন। এমনই দৃশ্য দেখা গেল গুরুগ্রামের রাস্তায়। এই নিয়ে একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর বিপজ্জনক ভাবে দীপাবলি উদযাপনের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।
এই ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপাবলির দিন রাতে গুরুগ্রামের কিছু যুবক একটি চলন্ত গাড়ির উপর থেকে আতশবাজি ফাটিয়ে দীপাবলি উদ্যাপন করছে। গাড়ির বনেটের উপর রাখা হয়েছে সেই আতশবাজির বাক্স। আর সেই গাড়ি থেকে আগুন ছিটকে পড়ছে রাস্তায়। পাশ দিয়ে যাওয়া অন্য গাড়িগুলিতে আগুন ছিটকে পড়লেও হুঁশ নেই আতশবাজি হাতে থাকা গাড়ির চালকের।
#WATCH | A video went viral on social media where some people were seen bursting firecrackers on top of a moving car's boot near DLF Phase-III in Gurugram on Diwali (Oct 24). All three people have been arrested: Preetpal Singh, ACP Gurugram
— ANI (@ANI) October 28, 2022
(Source: Viral video) pic.twitter.com/UUFCytYLEy
পুলিশ জানিয়েছে, ২৪ অক্টোবর রাতে এই ঘটনা ঘটেছে। গুরুগ্রামের এসিপি প্রীতপাল সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘ভিডিয়োটি হাতে আসার পর এই ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’’
টুইটারে বেশ কয়েক জন এই ঘটনার নিন্দা করে সরব হয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy