কুকুর তার বিছানার উপর দাঁড়িয়ে ছোট্ট খেলনা নিয়ে ব্যস্ত। খেলনাটি কামড়ে বিছানার উপর ঘোরাঘুরি করছিল সে। দূরে দাঁড়িয়ে কুকুরটির দিকে বিরক্তভরে তাকিয়েছিল একটি বিড়াল। হঠাৎ কুকুরটির কাছে গিয়ে তার গালে কষিয়ে চড় মারল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দেব দেবু’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল এক পোষ্য কুকুরের গালে থাবা বসিয়ে দিল। মার খেয়ে কোনও প্রতিক্রিয়া জানাল না কুকুরটি। বরং আবার খেলাধুলা করতে শুরু করে দিল সে। মেঝেয় পাতা বিছানার উপর দাঁড়িয়েছিল একটি কুকুর। মুখের ভিতর একটি খেলনা কামড়ে ধরেছিল সে। তা নিয়েই খেলায় ব্যস্ত ছিল কুকুরটি।
দূর থেকে কুকুরটির কাণ্ডকারখানা দেখছিল একটি বিড়াল। তার পর কুকুরটির কাছে চলে যায় সে। বিড়ালটি দেখে খেলনা মুখে নিয়েই তার দিকে এক পা এগোল কুকুরটি। সঙ্গে সঙ্গে কুকুরের গালে থাবা বসিয়ে দিল বিড়ালটি। কুকুরটির মুখ থেকে খেলনা ছিটকে পড়ে গেল। তাকে মেরে বিড়ালটি অন্য দিকে হাঁটা লাগাল। কুকুরটিও আবার পড়ে যাওয়া খেলনার দিকে মুখ বাড়িয়ে দিল।