Advertisement
০৬ জানুয়ারি ২০২৫
Viral Video

প্রায় ৭০০ কেজির গন্ডার শাবককে কাঁধে করে উদ্ধার করলেন বনকর্মীরা! ভাইরাল ভিডিয়োয় হইচই

একটি বিলের মাঝে দাঁড়িয়ে রয়েছে অসহায় একটি গন্ডার শাবক। কাদায় ভরা সেই বিলের মাঝে আটকে পড়েছে শাবকটি। বিলটির চারপাশ ঘিরে রয়েছে বড় বড় ঘাস।

Forest officials rescue a 700 kg rhino calf trapped in swamp, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১১:৩১
Share: Save:

বিলের মধ্যে পড়ে গিয়েছে একটি গন্ডার শাবক। অনেক চেষ্টা করেও কিছুতেই সে নিজেকে সেখান থেকে বার করতে পারছে না। তাকে উদ্ধার করতে এগিয়ে এল এক দল বনকর্মী। ৬০০-৭০০ কেজির গন্ডার শাবককে কাঁধে করে নিরাপদ স্থানে পৌঁছে দিল তাঁরা। এই রকমই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিলের মাঝে দাঁড়িয়ে রয়েছে অসহায় একটি গন্ডার শাবক। কাদায় ভরা সেই বিলের মাঝে আটকে পড়েছে শাবকটি। বিলটির চারপাশ ঘিরে রয়েছে বড় বড় ঘাস। দেখে মনে হচ্ছে, সেই ঘাসেই পা আটকে গিয়েছে গন্ডার শাবকটির। বহু চেষ্টা করেও কিছুতেই নিজেকে সেখান থেকে বার করতে পাড়ছে না সে। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন ১৩ জন বনকর্মী। সঙ্গে নিয়ে আসেন বাঁশের একটি কাঠামো। শাবকটিকে প্রথমে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে শান্ত করা হয়। তার পর বাঁশের কাঠামোয় গন্ডারটিকে শুইয়ে দেওয়া হয়। বনকর্মীরা শাবকটিকে কাপড়ের দড়ি দিয়ে কাঠামোর সঙ্গে ভাল করে বেঁধে ফেলেন। ভয় পেয়ে পাছে ওই খুদে কোনও কাণ্ড ঘটিয়ে বসে, সেই জন্যই হয়তো এই ব্যবস্থা। এর পর সকলে মিলে প্রায় ৭০০ কেজির গন্ডার শাবককে কাঁধে করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। হাঁটুসমান কাদা ভরা বিলের মধ্যে দিয়ে হেঁটে আসেন তাঁরা। সামনে এক জন বনকর্মী তাঁদের পথ দেখিয়ে নিয়ে আসেন। এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।

পরভিন কাসওয়ান নামের এক বনকর্মী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চলতি মাসের এক তারিখ ভিডিয়োটি পোস্ট করেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ২০২৪-এর অগস্ট মাসে। তিনি আরও বলেছেন যে, বন্যপ্রাণ সংরক্ষণের জন্য মাঝেমাঝে তাঁদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এই কাজের জন্য নেটাগরিকেরা বনকর্মীদের শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Viral Video Rhinoceros Forest Official Viral Story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy