Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Hardik Pandya

‘বিবাহবিচ্ছেদ ঈশ্বরের সিদ্ধান্ত, বিয়ে শয়তানের!’ হার্দিক-নাতাশা পর্বের পর বললেন বলি পরিচালক

ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের সঙ্গে মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিবাহবিচ্ছেদের পরেই সমাজমাধ্যমে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গিয়েছে বলিপাড়ার ছবিনির্মাতা রামগোপাল বর্মাকে।

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পাণ্ড্য।

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৫:৩৮
Share: Save:

ভালবাসায় মানুষ নাকি অন্ধ হয়ে যায়। বিয়ের পর সেই চোখই খুলে যায়। ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের সঙ্গে মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিবাহবিচ্ছেদের পরেই সমাজমাধ্যমে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেল বলিপাড়ার ছবিনির্মাতা রামগোপাল বর্মাকে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শনিবার পোস্ট করে রামগোপাল লেখেন, ‘‘বিবাহবিচ্ছেদ ঈশ্বরের নেওয়া সিদ্ধান্ত। বিয়ে শয়তানের।’’

রামগোপালের দাবি, আজকাল বৈবাহিক সম্পর্ক এত কম সময় টিকে থাকে যে, তা দেখে তিনি অবাক হয়ে যান। ছবিনির্মাতার মন্তব্য, ‘‘বিয়ে করার চেয়ে বেতন দিয়ে এক জন সেবিকা রাখা বুদ্ধিমানের সিদ্ধান্ত। পারিশ্রমিকের পরিবর্তে সেই সেবিকা তাঁর পেশাগত দায়িত্ব পালন করবেন। বুড়ো বয়সেও স্ত্রী তাঁর স্বামীকে দোষ দিয়ে যান। ভালবাসায় মানুষ আসলে অন্ধ হয়ে যায়। বিয়ের পর সেই চোখই খুলে যায়।’’

বলিপাড়ার ছবিনির্মাতা তাঁর পোস্টে লেখেন, ‘‘আসলে পাত্র-পাত্রীর বাবা-মায়েদেরই কষ্ট বেশি। তাঁরা এত খরচ করে ছেলেমেয়েদের বিয়ে দেন। কিন্তু সেই বিয়ে টেকে না। সারা জীবন ধরে এক জনকে বার বার ভালবাসতে পারলে তবেই সংসার টিকবে।’’

পোস্টের কোথাও সরাসরি হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ টানেননি তিনি। তবে দুইয়ে দুইয়ে চার করেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের দাবি, হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদের পরেই টিপ্পনী কেটে এই পোস্ট করেছেন রামগোপাল।

অন্য বিষয়গুলি:

Hardik Pandya Natasa Stankovic Ram Gopal Varma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE