Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Viral Video

মঞ্চে শাহরুখের গানের সঙ্গে নিজের গান মেলালেন ডুয়া লিপা, নাচলেনও, ভিডিয়ো ভাইরাল

ডুয়ার ‘লেভিটেটিং’ গানের সঙ্গে জুড়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয় মঞ্চে। হঠাৎ সেই গানটি শুরু হওয়ায় দর্শকেরাও গলা মেলান। ডুয়া তখন মঞ্চে। সেই ম্যাশআপের সঙ্গে নাচতে শুরু করেন গায়িকা।

(বাঁ দিকে) ডুয়া লিপা। শাহরুখ খান (ডান দিকে)।

(বাঁ দিকে) ডুয়া লিপা। শাহরুখ খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩
Share: Save:

মঞ্চে তখন রংবেরঙের আলো। মাঝে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন ডুয়া লিপা। গানের পাশাপাশি নাচও করছেন তিনি। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন অন্য নৃত্যশিল্পীরাও। হঠাৎ নিজের গান গাইতে গাইতে শাহরুখ খানের ছবির গানের সঙ্গে নাচতে শুরু করলেন গায়িকা। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে কনসার্ট ছিল ডুয়া লিপার। সেই কনসার্ট উদ্ধোধন করেন বলি গায়িকা জোনিতা গান্ধী। ২০২০ সালে ডুয়া লিপার কণ্ঠে মুক্তি পায় ‘লেভিটেটিং’ গানটি। শনিবারের কনসার্টে সেই গানটিই গাইছিলেন ডুয়া। ‘মুনলাইট, ইউ আর মাই স্টারলাইট’ গাইতে গাইতে হঠাৎ শাহরুখের ছবির একটি জনপ্রিয় গান বাজতে শুরু করে। ডুয়ার গানের সঙ্গে সেই সুর মিশেও যায়। কনসার্টে উপস্থিত দর্শকদের মধ্যে তখন উচ্ছ্বাসের ঝড়।

১৯৯৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘বাদশা’। সেই ছবিতে ‘উওহ লড়কি জো’ গানটি গেয়েছিলেন বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সেই গানই ডুয়ার ‘লেভিটেটিং’ গানের সঙ্গে জুড়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয় মঞ্চে। হঠাৎ সেই গানটি শুরু হওয়ায় দর্শকেরাও গলা মেলান। ডুয়া তখন মঞ্চে সেই ম্যাশআপের সঙ্গে নাচতে শুরু করেন।

সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়লে তা নজরে পড়ে শাহরুখ-কন্যা সুহানা খানের। ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেছেন সুহানা। ভিডিয়োটি দেখে শাহরুখের এক জন অনুরাগী মন্তব্য করেছেন, ‘‘এটা আসলে শাহরুখ খানের দুনিয়া। আমরা সকলে সেই দুনিয়ায় বাস করি।’’ আবার এক নেটাগরিক বলেছেন, ‘‘২০২৪ সালের সেরা মুহূর্তগুলির মধ্যে এটি অন্যতম।’’

সুহানার পোস্ট।

সুহানার পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

অন্য বিষয়গুলি:

Viral Video Shah Rukh Khan Dua Lipa Mumbai Concert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy